• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাম খারাপ করতেই উত্যক্ত করে লোকে! সিধুর সাথে নতুন গানের রেকর্ডিংয়ে বিস্ফোরক রানু মন্ডল

Updated on:

Ranu Mondal Records new Song with Sidhu for own Biopic

রানু মন্ডল (Ranu Mondal), নামটা সবার কাছেই খুব চেনা। প্রায় দিনই নেটপাড়ায় রানু মন্ডলকে নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কখনো উল্টোপাল্টা মন্তব্য তো কখনো ডাকলি গেয়ে শোনাচ্ছেন তিনি। এছাড়াও রানু মন্ডলের বাড়িতে আড্ডা দিতে হাজির হতে দেখা যায় একাধিক ইউটিউবারদের। তবে এবার আবারও গানের জগতে ফিরে শিরোনামে উঠে এলেন রানু দি। সিধুর (Sidhu) হাত ধরে ট্র্যাকে ফিরে একপ্রকার বিস্ফোরক রানু দি!

গতবছরই জানা গিয়েছিল যে রানু মন্ডলের জীবনকাহিনী নিয়ে তৈরী হবে বায়োপিক। রানাঘাটের প্লাটফর্ম থেকে রাতারাতি সেলেব্রিটি হয়ে মুম্বাইয়ের ঝাঁ চকচকে বিনোদনের জগতে পৌঁছে গেছিলেন রানু মন্ডল। তবে সেই দিন খুব বেশি দিন স্থায়ী হয়নি, খ্যাতি পেতেই বেফাঁস মন্তব্য করে বসেন। বর্তমানে আবারও ফিরেছেন নিজের পুরোনো ঠিকানায়। এই গোটা কাহিনীকে ছবির আকারে তুলে ধরা হবে সাধারণ মানুষের জন্য।

Ranu Mondal রানু মন্ডল

এবার সেই ছবির গানের জন্য রানু মন্ডলের পাশে দাঁড়িয়েছেন সিধু। রানুদির বায়োপিকের নাম দেওয়া হয়েছে, ‘রানু মারিয়া’ (Ranu Maria)। ছবি তৈরী হবে আর গান হবে না তাও আবার হয় নাকি! নিজের বায়োপিকের জন্য গান রেকর্ডিং সেরে ফেললেন রানু  দি। আসলে কিছুদিন আগেই জানা গিয়েছিল যে সিধুর সাথে গান গাইবেন তিনি। এবার সেই গানের রেকর্ডিং সারলেন রানু দি।

তবে রেকর্ডিং স্টুডিওতে পৌঁছানো মাত্রই ছেঁকে ধরেছিল সাংবাদিকেরা। হাজারো প্রশ্ন নিয়ে ঘিরে ধরা হয়েছিল গায়িকাকে। প্রথমে থতমত খেলেও পরে বায়োপিকের ‘রানু’ অভিনেত্রী ঈশিকা ও সিধু পাশে এসে সামাল দেন পরিস্থিতি। রানুদিকে প্রশ্ন করা হয় কে বেশি আন্তরিক হিমেশ রেশমিয়া নাকি সিধু? এর উত্তরে তিনি জানান, ‘এটা আবার কোনো প্রশ্ন হল! সবাই সবার মত, কারোর সাথে কারোর তুলনা টানাটা মোটেও উচিত নয়’। গানের জন্য সিধু তাকে অনেক সাহায্য করেছেন একসাথে বাড়িতে বসে গান তোলেন থেকে রেকর্ডিংয়েও একইভাবে সাহায্য করছেন।

Ranu Mondal,Ranu Mondal Biopic,Ranu Mondal Song Recording,Sidhu,Ranu Maria,Ishika Dey,রানু মন্ডল,রানুদি বায়োপিক,ঈশিকা দে,রানু মন্ডলের গান রেকর্ডিং,সিধু

এরপর আবারও প্রশ্ন ধেয়ে আসে, ভাইরাল বাদাম কাকুর সাথে তুলনা করা হচ্ছে রানুদির সেই নিয়ে কি মন্তব্য? এর উত্তরে রানুদি জানান, ‘সবটাই ঈশ্বরের ইচ্ছা। আমি চাইনা কাউকে নিয়ে কটূক্তি করতে বা খারাপ ব্যবহার করতে। কিন্তু ১০-১৫ জন মাইল ক্যামেরা আর মাইক নিয়ে ঘিরে ধরে একাধিক প্রশ্ন করে উত্যক্ত করলে সামলাতে পারি না। অবশ্য তারাও সেটাই চায়। সেই ভিডিও ইনেরনেটে ছেড়ে দিলেই যে ভাইরাল হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥