• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লুঙ্গি গামছা গুঁজে ‘পুষ্পা’ সাজলেন রানু মন্ডল, ‘উ আনটাভা’ গানে চলল নাচ, দেখুন ভাইরাল সেই ভিডিও

Updated on:

রানু মন্ডল,Ranu Mondal,Ranu Mondal Dancing,Ranu Mondal Dance on Pushpa Song

রানু মন্ডল (Ranu Mondal) নামটা সকলের কাছেই বেশ চেনা। রানাঘাটের স্টেশন থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর কন্ঠে লতা মঙ্গেশকরের গান মুগ্ধ করেছিল নেটিজেনদের। অনেকেই তাকে লতাকন্ঠী বলেও আখ্যা দেন। এরপর থেকে কেটে গেছে অনেকটা সময়। বর্তমানে নিজের পুরোনো হালেই ফিরেছেন রানুদি।

বর্তমানে নিজের রানাঘাটের বাড়িতেই থাকেন রানুদি। সেখানেই মাঝে মধ্যেই ভক্তরা বা ইউটিউবারের হাজির হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা সবই হয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হলে ভাইরালও হয়ে পরে খুব সহজেই। মোদ্দা কথা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে রানু মন্ডল ঠিকই আছেন। সম্প্রতি রানুদির একটি নতুন ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

Ranu Mondal রানু মন্ডল

ভিডিওতে কিছুদিন আগে রিলিজ হওয়া ‘পুষ্পা’ ছবির গানে নাচতে দিকে আগের রানু মন্ডলকে। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা ও সামান্থা অভিনীত পুষ্পা ছবির ‘সামি সামি’ হোক বা ‘উ আনটাভা’ সমস্ত গান এককথায় সুপার হিট হয়ে গিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সিলেব্রিটিরা গানে রিল বানিয়ে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। এবার সেই দোলে নাম লেখালেন রানুদিও।

রানু মন্ডল,Ranu Mondal,Ranu Mondal Dancing,Ranu Mondal Dance on Pushpa Song

নতুন এই ভিডিওতে কোমরে লুঙ্গির মত করে শাড়ি জড়িয়ে রেখেছেন তিনি। সাথে গলায় রয়েছে গামছা, যেটা কোমরের সাথে গোজা। আর হাতে রয়েছে একটি লাঠি। নিজের বাড়ির আশেপাশেই কোথাও লুঙ্গি সমেত পুষ্পারাজের স্টাইলে নেচেছেন রানু মন্ডল। সাথে ব্যাকগ্রউন্ডে রয়েছে ‘উ আনটাভা’ গান। এমন একটা ভিডিও কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

প্রসঙ্গত, রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন রানু মন্ডল। একদিন এক ব্যক্তি তার গান রেকর্ড করে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে। রানু মন্ডলের কণ্ঠে লতা মঙ্গেশকরের গান মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। সেই ভিডিওর জেরেই রানাঘাট থেকে মুম্বাইয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। হিমেশ রেশমিয়া গানের সুযোগ করে দিয়েছিলেন তাকে।

তবে সেই জনপ্রিয়তা বেশিদিন থাকেনি। জনপ্রিয়তা পেতেই অহংকারী হয়ে পড়েছিলেন রানু মন্ডল। এরপর হুড়মুড়িয়ে পড়তে থাকে জনপ্রিয়তা। মুম্বাইয়ের জনপ্রিয়তা হারিয়ে আবারো রানাঘাটের নিজের ভাঙা বাড়িতেই ফিরেছেন তিনি। এখন সেখানেই দিন কাটছে তার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥