• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘লতা মঙ্গেশকর মারা গিয়েছে ভালোই হয়েছে’, রানু মন্ডলের মন্তব্য শুনে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

একসময় লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান গেয়েই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal)। তবে গান গেয়ে ভাইরাল হওয়ার দিন এখন অতীত হয়ে গিয়েছে। বর্তমানে মাঝে মধ্যেই নিজের বেফাঁস মন্তব্যের কারণে ভাইরাল হতে দেখা যায় রানুদিকে। তবে ভাইরাল হয়ে জনপ্রিয়তার পাশাপাশি ট্রোলিং শুরু হয়ে বেশিরভাগ সময়েই। আর এবার লতাজির প্রয়াণের পর ‘সুর সম্রাজ্ঞী’কে নিয়ে মন্তব্যের জেরে রানু মন্ডলের ওপর ছিঃ ছিঃ করছে নেটপাড়া!

গত ৬ই ফেব্রুয়ারী রবিবার প্রয়াত হয়েছেন লতাজি। তাঁর প্রয়ানে গভীর শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগৎ থেকে শুরু করে গোটা দেশে। চোখের জলে গায়িকাকে বিদায় জানিয়েছেন কোটি কোটি মানুষ। অনুগামীরা তাঁর আত্মার চিরশান্তি প্রার্থনা করেছেন। সাথে তাঁর গাওয়া গানের মধ্যে দিয়েই তিনি অমর  থাকবেন যুগ যুগ ধরে এমনটাই এই কথাই ঘুরছে সকলের মুখে মুখে।

   

Lata Mangeshkar,Ranu Mondal,লতা মঙ্গেশকর,রানু মন্ডল,Ranu Mondal comment on lata Mangeshkar Death,Ranu Mondal Viral Video

কিন্তু রানু মন্ডলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে তাঁর মন্তব্য শুনে রেগে গিয়েছেন নেটিজেনরা। কারণ রানু মন্ডলকে যখন প্রশ্ন করা হয়েছে যে লতাজি প্রয়াত হয়েছেন এই ব্যাপারে আপনার কি মত। যার উত্তরে রানুদিকে বলতে শোনা যাচ্ছে, ‘ সবই ওপর ওয়ালার ইচ্ছা। সবাইকেই তো এক দিন না একদিন চলে যেতেই হয়। এতে খারাপ লাগার বা কষ্ট পাওয়ার কিছুই নেই। লতা মঙ্গেশকর মারা গিয়েছেন ভালোই হয়েছে’।

Lata Mangeshkar,Ranu Mondal,লতা মঙ্গেশকর,রানু মন্ডল,Ranu Mondal comment on lata Mangeshkar Death,Ranu Mondal Viral Video

এই কথা শুনে নেটিজেনদের রীতিমত রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই ছিঃ ছিঃ করেছেন রানু মন্ডলকে। কারণ লতাজির গান গেয়েই একসময় জনপ্রিয় হয়েছিলেন তিনি। রানাঘাটের স্টেশন থেকে পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের রেকডিং স্টুডিওতে। কিন্তু আসলে কি তিনি তাই বলতে চাইলেন?

না, রানুদি আসল যেটা বলতে চেয়েছেন সেটা হল, ‘ভগবানের কাছে তো কোনো মানুহসের কথা চলে না। যখন ডাক আসবে যেতে হবেই। তাছাড়া পৃথিবীতে মানুষ অবহেলিত, মানুষকে মানুষ বলে মনে করে না কেউ। এর থেকে চলে গিয়েছেন ভালো হয়েছে। কারণ পৃথিবীতে কজন ভালোবাসতে পারে’। ইতিমধ্যেই এই ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।