• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশে গেলেন বাদামকাকু-রানু মন্ডল! ‘যারা সা ঝুম লু মে’ গানে দুজনের গানের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Updated on:

কাঁচা বাদাম,রানু মন্ডল,Kacha Badam,Ranu Mondal,Bhuban Badyakar,Viral Video,Ranu Mondal Bhuban Badyakar Singing Together

সোশ্যাল মিডিয়াতে সর্বত্রই ভাইরাল চলছে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান। আর এই গানের জেরেই গরিব বাদাম বিক্রেতা থেকে সেলেব্রিটি হয়ে গিয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ইতিমধ্যেই একাধিক ভাষায় তৈরী হয়ে  গিয়েছে কাঁচা বাদাম গান। দাদাগিরি থেকে শুরু করে নানা অনুষ্ঠানেও ডাক মিলছে তার। এবার একসময়ের ভাইরাল লতাকন্ঠী রানু মন্ডলের (Ranu Mondal) সাথে একসাথে দেখা মিলল বাদাম কাকুর।

আসলে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন কে ভাইরাল হয়ে পরে এটা বুঝতে পারা বেশ মুশকিল। যেমন একসময় রানু মন্ডলের গানের ভিডিও নেটপাড়ায় শেয়ার হতেই লক্ষ লক্ষ নেটিজেনদের মাধ্যমে পৌঁছে গিয়েছিল হিমেশ রেশমিয়ার  কাছে। তারপর রাতারাতি মুম্বাইয়ের এলাহী জীবন পেয়ে যান তিনি। তবে জনপ্রিয়তা পেতেই  অহংকার বোধ আসে, যার জেরে আজ আবারও নিজের পুরোনো রানা ঘাটের ঠিকানায় ফিরেছেন তিনি।

কাঁচা বাদাম,রানু মন্ডল,Kacha Badam,Ranu Mondal,Bhuban Badyakar,Viral Video,Ranu Mondal Bhuban Badyakar Singing Together

অন্যদিকে বীরভূমের দুবরাজপুরের সামান্য একজন বাদাম বিক্রেতা ভুবনবাবু। বাদাম বিক্রির জন্যই গান ধরেছিলেন, ‘আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’! সেই গান নেটপাড়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর গান নিয়ে তৈরী হয়েছে অজস্র রিমেক। দেশের গানটি ছেড়ে বিদেশেও পারি দিয়েছে ভুবনবাবুর গান।

আরও পড়ুনঃ আমি চাড্ডি ব্রা পরি না পরি তাতে কি যায় আসে, তুমি নিজে পড়েছ তো সেটাকে খেয়াল রাখঃ উরফি জাভেদ

এবার নেটপাড়ায় একসাথে দেখা মিলল ভুবনবাবু ও রানু মন্ডলের। হ্যাঁ ঠিকই দেখছেন, বাদাম কাকু আর রানু মন্ডল এবার একসাথে গান ধরলেন। তবে বাস্তবে এমনটা হয়নি বরং সোশ্যাল মিডিয়াতে সফটওয়্যারের সাহায্যে তৈরী করা হয়েছে একটি ভিডিও যেখানে ‘যারা সা ঝুম লু মে’ গান গাইতে দেখা যাচ্ছে দুজনকে।

এমন একখানা ভিডিও কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! মুহূর্তের মধ্যেই শেয়ার হয়ে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে ভিডিওটি। আর নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়েছে দুজনের জুটি। তবে আসলে কিন্তু ভিডিওটি এডিটিংয়ের সাহায্যে তৈরী। বাস্তবে দুজনে একসাথে এসে গান গাননি। অবশ্য ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্ট বক্স দেখলেই সেটা বোঝা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥