• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝড় উঠবে দুই বাংলায়! নেটপাড়ায় চরম ভাইরাল হিরো আলম-রানু মণ্ডলের গান ‘তোমাকে ছাড়া আমি’

Updated on:

Ranu Mondal and Hero Alom recorded song is out now

রানু মণ্ডল (Ranu Mondal) এবং হিরো আলম (Hero Alom) দুই  বাংলার দুই ভাইরাল ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় এই দুই ব্যক্তিকে নিয়ে চর্চা-আলোচনা লেগেই থাকে। নিজের সুরেলা আওয়াজের জোরে রানাঘাট স্টেশন থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন রানু। বলিউডে গিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে গানও (Song) গেয়েছিলেন। তবে সেসব সোনালি দিন এখন অতীত। মুম্বইয়ে গান গেয়ে আসলেও এখন ফের রানাঘাটের এক ভাঙা বাড়িতে দিন কাটাচ্ছেন এই গায়িকা।

এই পরিস্থিতিতেই রানুর কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন ওপার বাংলার হিরো আলম। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব তিনি। অভিনয়, গানের পাশাপাশি এখন রাজনীতির দুনিয়াতেও পা রেখেছেন হিরো আলম। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি। এবার দুই বাংলার এই দুই তারকাকেই একসঙ্গে গান গাইতে দেখবে গোটা বিশ্ব।

Ranu Mondal and Hero Alom, Ranu Mondal and Hero Alom song

গত বছর এদেশে এসে বাংলার দুই ভাইরাল ব্যক্তিত্ব রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করেছিলেন হিরো আলম। ‘বাদাম কাকু’ ভুবনের সঙ্গে গাওয়া ‘বাবু খাইসো কাঁচা বাদাম’ গানটি আগেই রিলিজ করেছিল। এবার রানুর সঙ্গে গানটিও নেটপাড়ায় রিলিজ করল।

হিরো আলম এবং রানু মণ্ডলের গাওয়া গানের নাম ‘তুমি ছাড়া আমি কী করে বাঁচি বল’। গানের রেকর্ডিংয়ের সময়ের ভিডিও হিরো আলমের ইউটিউব পেজে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওর ভিউজ ৮০ হাজার অতিক্রম করে গিয়েছে। এই গানের জন্য হিরো আলম ফের ট্রোল হলেও নেটিজেনরা রানুর গলা প্রশংসাই করেছেন।

Ranu Mondal and Hero Alom, Ranu Mondal and Hero Alom song

হিরো আলম এবং রানু মণ্ডল এই গানটি অনেকদিন আগেই রেকর্ড করেছিলেন। এতদিন পর সেই গান প্রকাশ্যে এল। তবে অদ্ভুত বিষয় এটা যে দুই তারকা একসঙ্গে গান করলেও আজ তাঁদের দু’জনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

ওপার বাংলার হিরো আলমের আর্থিক অবস্থা সচ্ছল হলেও বর্তমানে রানু মণ্ডলের কোনও উপার্জন নেই। মাঝে অনেকেই রানুর মানসিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিলেন। তবে সেই বিষয়টিও খুব বেশি দূর এগোয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥