• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোয়েল সত্যিই ‘গুড গার্ল’! জন্মদিনে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ বাবা রঞ্জিত মল্লিক

Published on:

Ranjit Mallick on Koel Mallicks Birthday

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)।  ইন্ডাস্ট্রিতে বরাবরই গুড বুকসে রয়েছে অভিনেত্রীর নাম। দেখতে ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন দীর্ঘ ৩০ বছর। তবে দীর্ঘ দিনের এই অভিনয় জীবনে আজও কোয়েলকে ছুঁতে পারেনি কোন বিতর্ক।

তাই ইন্ডাস্ট্রিতে তিনি ‘গুড গার্ল’ নামেই পরিচিত। আজ অর্থাৎ ২৮ এপ্রিল এই টলি অভিনেত্রীর জন্মদিন। এদিন চল্লিশ পেরিয়ে একচল্লিশে পা রেখেছেন অভিনেত্রী। তাই প্রিয় অভিনেত্রী কে শুভেচ্ছা জানাতে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে ম্যাসেজের বন্যা।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,কোয়েল মল্লিক,Koel Mallick,জন্মদিন,Birthday,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,প্রশংসা,Praise,ভালো মেয়ে,Good Girl

আর এই বিশেষ দিনে কোয়েল মেয়ে হিসাবে বাড়িতে কেমন? তা জানতেই আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর বাবা তথা বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সাথে।

কোয়েল বাড়িতেও শান্তশিষ্ট নাকি দুষ্টুমি করেন? জানতে চাওয়া হলে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত মল্লিক বলেন, ‘কোয়েল যে ‘গুড গার্ল’ বলে পরিচিতি, তা আদতে সত্যি। কোয়েল সত্যিই খুব ভাল মেয়ে। ছোট থেকেই ও খুব বাধ্য। বন্ধুবান্ধব, কাছের মানুষদের প্রতি খুবই সহানুভূতিশীল। সকলের জন্য ও ভাবে। তাঁদের কথা শোনে মন দিয়ে। তাই জন্যই বেশি ভাল লাগে।’

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,কোয়েল মল্লিক,Koel Mallick,জন্মদিন,Birthday,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,প্রশংসা,Praise,ভালো মেয়ে,Good Girl

জন্মদিন মানেই খাওয়া দাওয়া আর চুটিয়ে সেলিব্রেশনের পাশাপাশিই কিন্তু মাস্ট কাছের মানুষদের থেকে পাওয়া উপহার। আর এখন কোয়েল তো শুধু অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে নন। এখন তিনি নিজেও একজন নামজাদা অভিনেত্রী। বাংলাজোড়া নাম ডাক তাঁর। তাই এখন জন্মদিন আসলেই ভক্তদের দেওয়া উপহারেই ভরে যায় নায়িকার বাড়ি।

Koel Mallick, Koel Mallick fees

তবে বাবা মায়ের দেওয়া উপহার সবসময়ই স্পেশাল।এই উপহার দেওয়ার প্রসঙ্গেই এদিন রঞ্জিত মল্লিক বলেছেন, ‘আমাদের আশীর্বাদই কোয়েলের কাছে সবচেয়ে বড় উপহার। তবে কোনও জন্মদিনে শাড়ি বা কখনও গয়না, সে সব উপহার তো দেওয়া হয়েই থাকে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥