বাংলা ইন্ডাস্ট্রির প্রথমসারির প্রতিভাবান অভিনেতাদের কথা উঠলে প্রথমেই আসে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর নাম। দীর্ঘ অভিনয় জীবনে প্রায় ২০০টি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। তবে বেশ অনেক দিন হল অভিনয় জগত থেকে দূরে রয়েছেন অভিনেতা। অবশেষে দীর্ঘ ৪০ বছর পর পর্দায় ফিরেছেন বাংলা সিনেমার এই শুভঙ্কর সান্যাল (Shubhankar Sannyal)।
পরিচালক নিহাল দত্ত পরিচালিত, শ্যাম দাগার কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা ‘অপরাজেয়’ (Aparajeyo)-তে ফের একবার শুভঙ্কর সান্যাল নামেই ধরা দিতে চলেছেন অভিনেতা। এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের। আর সেই তারকা যদি রঞ্জিত মল্লিক হন তাহলে তো কথাই নেই। সম্প্রতি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলে ছিলেন তার স্ত্রী। এতদিন আমরা জেনে এসেছি অভিনেতা রঞ্জিত মল্লিক সম্পর্কে। তবে ব্যক্তিগত জীবনে রঞ্জিত মল্লিক কেমন সম্প্রতি তা জানিয়েছেন অভিনেতার স্ত্রী।
অভিনেতা স্ত্রীর দীপা মল্লিকের (Deepa Mallick) কথায় জানা যায় রঞ্জিত মল্লিক নাকি নিজের স্ক্রিপ্ট নিয়ে সবসময় ভীষণ খুঁতখুঁতে। কোন সিনেমাতে হ্যাঁ বলার আগে তিনি নাকি তার স্ক্রিপ্ট নিয়ে নাকি ব্যাপক চিন্তাভাবনা করেন। স্ক্রিপ্ট পড়ে ভালো লাগলে তবেই নাকি সেই সিনেমার জন্য হ্যাঁ বলেন তিনি। তাই ‘শত্রু’ (Shotru) মুক্তি পাওয়ার এত বছর পর ফের একবার বড় পর্দায় নতুন রূপে ‘অপরাজয়’ হয়ে ফিরে আসায় অভিনেতার স্ত্রী বলেছেন এক্ষেত্রেও নিশ্চয়ই তার নিশ্চয়ই কিছু ভালো লেগেছে বা স্ক্রিপ্ট পড়ে ঠিক লেগেছে তাই তিনি হ্যাঁ বলেছেন।
তবে শুধু সিনেমা নিয়ে নয় রিল লাইফের মত রিয়েল লাইফেও নাকি ভীষণ খুঁতখুঁতে রঞ্জিত মল্লিক। তিনি নাকি আমাদের চারপাশের পরিস্থিতি শিক্ষিত যুবক-যুবতীদের পরিণতি সবকিছু দেখে সবার জন্য ভীষণ চিন্তা করেন। প্রসঙ্গত ৪০ বছর আগে যখন শত্রু মুক্তি পেয়েছিল সেই সময় গোটা বাংলায় অসংখ্য মহিলা ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন শত্রু সিনেমার শুভঙ্কর সান্যাল।
রঞ্জিত মল্লিকের স্ত্রীর কাছে সেই সময়কার অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি বলেন শত্রু যখন রিলিজ করেছিল তার অনেক আগেই উত্তম কুমার চলে গিয়েছিলেন তাই সেই সময় অর্থাৎ আজ থেকে প্রায় ৪০ বছর আগে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জনপ্রিয় সিনেমা শত্রু। রঞ্জিত মল্লিক নাকি সেই সময়েও শত্রুর স্ক্রিপ্ট নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন। রঞ্জিত মল্লিক নাকি জানতেন এই সিনেমা মুক্তি পেলে তা সুপারহিট হবেই। বাকিটা ইতিহাস, তাই এতদিন পর আবার পর্দায় শত্রু সিনেমার শুভঙ্কর সান্যাল কে দেখলে দর্শকদের ভালো লাগবে বলেই মনে করছেন অভিনেতার স্ত্রী দীপা মল্লিক।