• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭৭ বছর বয়সে নতুন করে প্রেমে পড়লেন রঞ্জিত মল্লিক! প্রেমিকা টলিপাড়ার পরিচিত মুখ, সাহস দিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা

Published on:

রঞ্জিত মল্লিক,অপরাজিতা আঢ্য,লভ ম্যারেজ,টলিউড,Ranjit Mallick,Aparajita Adhya,tollywood,love marriage

গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। কাল সারাদিন জুড়েই টলিপাড়ার একের পর এক চমক সামনে এসেছে। সাত সকালেই নিজেদের বিয়ের কার্ড পোস্ট করে সুখবর দিয়েছেন টলিপাড়ার এক সময়ের জনপ্রিয় জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবং প্রসেনজিৎ চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। অবশ্যই সেটা ‘অনস্ক্রিণ’। বয়স বাড়তেই যেন প্রেমও বাড়ছে বর্ষীয়ান সব অভিনেতাদের।

শোনা যাচ্ছে ৭৭ বছর বয়সে কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিক নাকি প্রেমে পড়েছেন, তাও আবার কার প্রেমে পড়েছেন জানেন? তিনি আর কেউ নন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রথমে প্রেম করে তারপরেই সাত পাক ঘুরতে চলেছেন রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্য। তাদের এই কান্ড দেখে রীতিমতো হতবাক এই প্রজন্মের রোমান্টিক জুটি।

রঞ্জিত মল্লিক,অপরাজিতা আঢ্য,লভ ম্যারেজ,টলিউড,Ranjit Mallick,Aparajita Adhya,tollywood,love marriage

সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই পোস্টার প্রকাশ্যে আসতেই হুহু করে ভাইরাল হয়েছে ছবি৷ এই দুই তাবড় অভিনেতা অভিনেত্রীকে একসাথে দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শকেরা৷

 

সুরিন্দর ফিল্মসের ব্যানারে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর হাত ধরেই আসছে এই নতুন ছবিতে। ছবির প্রযোজনা করছেন রঞ্জিত মল্লিকের জামাই নিশপাল সিং। এই বয়সেও যে প্রেম হয় তাই দেখাবে এই ছবি। কিন্তু কীভাবে তাদের আলাপ হল সেখানেই আসল টুইস্ট। জানা যাচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার মা-বাবার ভূমিকায় দেখা যাবে অপরাজিতা ও রঞ্জিত মল্লিককে। ঘটনাচক্রে তাঁরাই প্রেমে পড়েন, এবং সন্তান-সন্ততি থাকা সত্ত্বেও নতুন করে সংসার বাঁধতে চান। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন স্যাভি। চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। তবে এই ছবির মাধ্যমেই গত কয়েক দশক পর অভিনয়ে ফিরছেন রঞ্জিত মল্লিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥