• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এমন বিচ্ছিরি রান্না, নিজেই খেতে পারে না! মেয়ে কোয়েলের গুণের কথা ফাঁস করলেন রঞ্জিত মল্লিক

Published on:

Ranjeet Mallick Once opened up about Koel Mallicks Cooking Skills

বাংলা সিনেমার (Bengali Cinema) দাপুটে অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। দীর্ঘ অভিনয় জীবনে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সব সিনেমা। তাঁরই পথ অবলম্বন করে অভিনয় জগতে নাম করেছেন মেয়ে তথা টলিউড অভিনেত্রী (Tollywood Actress) কোয়েল মল্লিক (Koel Mallick)। প্রসঙ্গত ইন্ডাস্ট্রিতে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের বাবা-মেয়ের জুটিটাও কিন্তু বেশ জনপ্রিয়।

মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসে তাঁদের বাবা-মেয়ের মধ্যেকার মিষ্টি সম্পর্কের রসায়ন। এমনই একবার তারা হাজির হয়েছিলেন অভিনেতা শ্বাশত চ্যাটার্জি (Swswata Chatterjee) সঞ্চালিত জি বাংলার জনপ্রিয় ননফিকশন রিয়ালিটি শো আপুর সংসারে। সেখানেই কথায় কথায় উঠে আসে তাদের জীবনের নানান অজানা কথা।

বাংলা সিনেমা,Bengali Cinema,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,কোয়েল মল্লিক,Koel Mallick,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,রান্নার সিক্রেট,Cooking Secret,মজার ঘটনা,Funny Incident

প্রসঙ্গত বাংলা সিনেমা জগতের প্রথমসারির অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন রঞ্জিত  মল্লিক। স্বল্পভাষী অথচ দুর্দান্ত অভিনয় প্রতিভার অধিকারী এই বর্ষীয়ান অভিনেতা একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে সমৃদ্ধ করেছেন গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর অভিনয়ের ঝুলিতে রয়েছে প্রায় ২০০ টি জনপ্রিয় সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা।

বাংলা সিনেমা,Bengali Cinema,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,কোয়েল মল্লিক,Koel Mallick,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,রান্নার সিক্রেট,Cooking Secret,মজার ঘটনা,Funny Incident

প্রসঙ্গত ১৯৭১ সালে বাংলার কিংবদন্তি পরিচালক মৃনাল সেন পরিচালিত ‛ইন্টারভিউ’ সিনেমার হাত ধরেই  অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রঞ্জিত মল্লিকের। অন্যদিকে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেছেন কোয়েল। তাঁর সাবলীল অভিনয় গুণে বরাবরই মুগ্ধ হয়েছেন দর্শক। অভিনয়ের পাশাপাশি দর্শক দারুন মুখ কোয়েলের ব্যক্তিত্বে।

Do you know Koel Mallick rejected the offer of this Bollywood movie because of kissing scene

আপুর সংসারে গিয়ে এহেন অভিনেত্রীরই হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। কোয়েল কেমন রান্না করেন জানতে চাওয়া হলে অভিনেতা জানান স্কুলের হোম সায়েন্সের জন্য কোয়েল নাকি একবার এমন রান্না করেছিলেন যা সামান্য একটু মুখে দিয়েই তাঁর ক্লাস টিচার তাঁকে বলেছিলেন ‘এই রান্না যদি তুমি নিজে দুচামচ খেতে পারো তাহলে তোমায় পাশ মার্কস দিয়ে দেব’।

কিন্তু রান্না নাকি এতটাই বাজে হয়েছিল যে, দু চামচ তো দূরের কথা সামান্য একটু খাবারও  নিজের মুখে তুলতে পারেননি অভিনেত্রী। রঞ্জিত মল্লিকের কথায় তাতে ওই সাবজেক্টের নাম্বার তো কাটা গিয়েইছিল সেইসাথে কাটা গিয়েছিল আরও দুটো সাবজেক্টের নম্বর। অন্যদিকে এদিন সকলের সামনেই অভিনেত্রী মুনমুন সেন-কে মিমিক্রি করে দেখান কোয়েল। তিনি রঞ্জিত মল্লিককে যেভাবে সুর টেনে  ‛রঞ্জিত দা’ বলে ডাকেন সেটাই হুবহু নকল করেছিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥