• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ত্রী এবং রাণিমার সঙ্গে পার্টি মুডে গদাই ঠাকুর! ভাইরাল ছবি দেখে চোখ কপালে নেটিজেনদের

জি বাংলার (zee bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’ (Rani rashmoni) । বাঙালি দর্শকদের কাছে সিরিয়ালটি বেশ জনপ্রিয়। সিরিয়ালে ‘রানী রাসমণি’ গল্প দেখানো হয়, গল্পে রয়েছেন পরমহংস দেব শ্রী রামকৃষ্ণ। বিগত কয়েক বছর ধরে সন্ধ্যে হলেই ঘরে ঘরে বেজে ওঠে ‘করুণাময়ী রানী রাসমণি’। সিরিয়ালে গদাধর তথা রামকৃষ্ণর চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহার (Sourav saha)।

সিরিয়ালে অভিনেতার অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। সিরিয়ালে অভিনয়ের জেরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সৌরভ। যদিও এটা তাঁর প্রথম সিরিয়াল নয়। এর আগে বামাখ্যাপা সিরিয়ালেও অভিনয় করেছেন সৌরভ। তবে, রানী রাসমণি সিরিয়ালে অভিনয় যে খুব সহজ ছিল তা কিন্তু নয়।

   

জি বাংলা,রানি রাসমণি,সৌরভ সাহা,সুস্মিতা মুখোপাধ্যায়,রামকৃষ্ণ,বামা ক্ষ্যাপা,বাংলা সিরিয়াল,দিতিপ্রিয়া রায়,রাণিমা,Ditipriya Roy,zee bangla,rani rashmoni,sourav saha,sushmita Mukhopaddhay,ramkrishna,bama khyapa,bengali serial

গদাধরের মত চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে কঠোর চেষ্টা ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে। এখন অবশ্য সৌরভ নিজেকে একেবারে তৈরী করে ফেলেছেন গদাধর তথা রামকৃষ্ণের চরিত্রে। এর জন্য যোগ্য মর্যাদা ও সন্মানও পেয়েছেন। সাথে অসংখ্য বাঙালি দর্শকদের হৃদয়ে নিজের নাম তুলতে পেরেছেন।সিরিয়ালে তার অভিনয় যেন আলাদা মাত্রা নিয়ে আসে গোটা গল্পে। সিরিয়ালে গদাধর অর্থাৎ রামকৃষ্ণ দেবের সাথে বিয়ে হয়ে গিয়েছে সারদাদেবীর।

জি বাংলা,রানি রাসমণি,সৌরভ সাহা,সুস্মিতা মুখোপাধ্যায়,রামকৃষ্ণ,বামা ক্ষ্যাপা,বাংলা সিরিয়াল,দিতিপ্রিয়া রায়,রাণিমা,Ditipriya Roy,zee bangla,rani rashmoni,sourav saha,sushmita Mukhopaddhay,ramkrishna,bama khyapa,bengali serial

কিন্তু কথাটা হল সিরিয়ালের বাইরে আসল জীবনে আর পাঁচটা মানুষের মতোই অভিনেতা সৌরভদাস। বাস্তবে বিবাহিত সৌরভ একটি ছেলেও আছে। আর কাজের ফাঁকে মাঝে মধ্যেই স্ত্রী সন্তান সহ ঘুরতে বেরিয়ে পড়েন। কিছুদিন আগে কাজ থেকে কিছুটা সময় নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা।

জি বাংলা,রানি রাসমণি,সৌরভ সাহা,সুস্মিতা মুখোপাধ্যায়,রামকৃষ্ণ,বামা ক্ষ্যাপা,বাংলা সিরিয়াল,দিতিপ্রিয়া রায়,রাণিমা,Ditipriya Roy,zee bangla,rani rashmoni,sourav saha,sushmita Mukhopaddhay,ramkrishna,bama khyapa,bengali serial

এবার সৌরভ এবং তার স্ত্রী সুস্মিতাকে দেখে গেল সম্পূর্ণ পার্টিমুডে। যেখানে পর্দার চেনা রামকৃষ্ণের সঙ্গে কোনোও মিলই নেই অভিনেতার। তার পরনে রিপড ডেনিম জিন্স এবং কালো টিশার্ট, অন্যদিকে সুস্মিতাকেও দেখাচ্ছে বেশ স্মার্ট। তিনি সেজেছিলেন ব্লু শর্টস এবং স্ট্রাইপড টিশার্টে। গদাধরের রিয়েল লাইফ স্ত্রী সুস্মিতার সঙ্গে দেখা গিয়েছে রাণিমাকেও। সৌরভ পত্নী দিতিপ্রিয়া অর্থাৎ রানিমার সঙ্গে নিজের ছবি শেয়ার করে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে মিষ্টি মেয়ে’।

site