• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জামাইয়ের রিসেপশনে সাদা শাড়ি নয়! গৌরব-দেবলীনার পাশে হট পোশাকে নজর কাড়লেন ‘রানিমা’

৯ই ডিসেম্বর বিয়ের পর গত ১৫ই ডিসেম্বর ছিল উত্তমকুমারের নাতি গৌরব চ্যাটার্জি এবং দেবলীনা কুমারের গ্র‍্যান্ড রিসেপশন পার্টি। বিয়ের দিন লাল বেনারসি আর ধুতিতেই সম্পূর্ণ ট্র‍্যাডিশনাল লুকে সেজেছিলেন তারকা দম্পতি। কিন্তু রিসেপশনে তারা বেছে নিয়েছিলেন পাশ্চাত্যকেই। আর তাদের পাশাপাশি এদিন রিসেপশন পার্টিতে হট ওয়েস্টার্ন পোশকে সকলের লাইম লাইট কেড়ে নিয়েছেন ‘রানিমা’ অর্থাৎ দিতিপ্রিয়া রায়।

   

জামাই মাথুরের বিয়ে বলে কথা। একটু না সাজলে হয়? তাই তিনি সাদা শাড়ি ছেড়ে বেছে নিলেন মেরুন রঙা ভেলবেটের ওয়ানপিস। ছোট করে কাটা চুলের সাথে মানানসই স্টিলেটোতে আর ঘড়িতে রানিমাকে চেনা দায়। বলা বাহুল্য! পর্দার রানিমা আর রিয়েল লাইফের দিতিপ্রিয়া রায় দুজন যে এক মানুষ তা বিশ্বাস করতেই বেশ বেগ পেতে হয়েছে উপস্থিত অতিথিদের।

এদিন রাণিরাসমনি সেটের প্রায় সকল কলা কুশলীরাই উপস্থিত ছিলেন গৌরব দেবলীনার রিসেপশনে।রিসেপশনে খ্রিস্টান বিয়ের কনের ঢঙে সাদা গাউনে সেজেছিলেন দেবলীনা, পাশে টাক্সেডোতে গৌরব। দুজনে একসঙ্গে কেকও কাটেন। পিসি চন্দ্র গার্ডেনে এদিন বসেছিল দেবলীনা গৌরবের রিসেপশন। সেই সব ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

গৌরবের বিয়ের পরপরই এবার পালা তরুণকুমারের নাতি সৌরভের।বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জির সঙ্গে চার হাত এক হতে চলেছে সৌরভের। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানি রাসমণিতে সারদার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সৌরভ ত্বরিতাকেও এদিন দেখা যায় রিসেপশন পার্টিতে।

site