জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘রানী রাসমণি(Rani Rashmoni)’। সিরিয়ালে রানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এবার সিরিয়ালে বীজে উঠেছে বিয়ের সানাই। কারণ জয়রামবাটিতে যে সিরিয়ালের প্রধান আকর্ষণ রামকৃষ্ণের বিয়ে হতে চলেছে সারদা দেবীর সাথে। রামকৃষ্ণদেবের গদাধর থেকে রামকৃষ্ণ ঠাকুর হয়ে ওঠার পেছনে সারদা দেবীর এক বিরাট অবদান ছিল। আর এবার সেই গল্পই দেখতে চলেছে রানী রাসমণি সিরিয়াল।
সিরিয়ালে গদাধর অর্থাৎ রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করছে অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। দীর্ঘ দিন ধরেই সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে বাঙালির মন কেড়ে নিয়েছেন অভিনেতা। সন্ধ্যে হলেই বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে বৌয়েরা টিভির সামনে এসে হাজির হয়ে পড়েন ‘রানী রাসমণি’ সিরিয়ালের অপেক্ষায়। তবে এতদিন যেভাবে গদাধরকে দেখে অভ্যস্ত দর্শকেরা তা এবার খানিক বদলাতে চলেছে। কারণ গদাধরের জীবনে আস্তে চলেছেন তারই জীবন সঙ্গিনী সারদা দেবী।
জি বাংলা তার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে এই সুখবরের কথা জানিয়েছে। আগামী ৪ঠা জানুয়ারু থেকে ১১ই জানুয়ারি সাত দিন ধরে ‘রানী রাসমণি’ সিরিয়ালে চলবে গদাধরের বিয়ের বিশেষ পর্ব। তারই একটি প্রমো ভিডিও শেয়ার করেছে জি বাংলা।
শেয়ার করা ভিডিওতে শুরু থেকে বিয়ে পর্যন্ত গোটা গল্পটাকেই সুন্দরকরে দেখানো হয়েছে। প্রথমে গদাধর ও সারদামণির বিয়ের কথাবার্তা হয়। এরপর বিয়েতে রাজি হয়ে বেশ খুশি দেখা যায় সারদামণিকে। বিয়ের দিন বাড়ির বড়রা মাইল সারদামণিকে বিয়ের কণে রূপে সাজিয়ে তোলেন। লাল রাঙা বেনারসি আর চন্দনের সাজে দারুন সাজে সেজে ওঠেন সারদামণি।
এরপর বড় যাত্রী আসার পালা, সেখানে দেখা যায় খোদ বরই নাচতে নাচতে হাজির। অর্থাৎ গদাধর নিজেই নাচতে নাচতে হাজির হন বিয়ে করতে। তারপর বরকে বরণ করে ঘরে তোলার রীতিনীতি শুরু হয়। এই ফাঁকে গদাধরকে দেখতে দরজার ফাঁক দিয়ে উঁকি দেন সারদামণি। শেষে দেখানো হয় গদাধরের সারদামণির সিঁথিতে সিঁদুরদান।
এমনিতেই সিরিয়াল দেখার জন্য বাঙালি দর্শকেরা উৎসুক হয়ে অপেক্ষায় থাকেন। এবার গদাধরের বিয়ের বিশেষ পর্বে সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে উঠবে বলেই আশা করা যায়। আর তাছাড়া সিরিয়ালের টিআরপি যথেষ্ট ভালো। তবে ইদানিং ষ্টার জলসার ‘খড়কুটো’ টেক্কা দিচ্ছিলো ‘রানী রাসমণি’ সিরিয়ালকে। এবার হয়তো সেই দৌড়ে আবার প্রথম জায়গাটায় দখল করবে ‘রানী রাসমণি’।