• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্তিম সময় নিকট! রানী রাসমণির বিদায়লগ্নে পরিবারকে পাশে পেলেন রানী মা

রানী রাসমণি (rani rashmoni) সিরিয়ালটি বাঙালি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। দীর্ঘ ৩ বছর ধরে দর্শকদের একইভাবে বিনোদন দিয়ে আসছে সিরিয়ালটি। সিরিয়ালে মূল চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অল্প বয়সেই কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমাও চরিত্রে দিতিপ্রিয়ার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

কিন্তু রানীমার পর্ব এবার শেষ হতে চলেছে সিরিয়ালে। গল্প অনুযায়ী জীবনের শেষ সময়ে এসে গিয়েছে রাণীমার। রানী রাসমনির ঐতিহাসিক কাহিনীও একই কথা বলে। মাঝে লকডাউনের কারণে কিছুদিন ব্যাহত হয়েছিল সিরিয়ালের সম্প্রচার। তবে ঐতিহাসিক কাহিনীর সাথে তাল মিলিয়ে ইতিমধ্যেই সিরিয়ালের রানীমার শেষ সময়ের পর্ব দেখানো শুরু হয়ে গিয়েছে। যেখানে রাণীমাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

   

rani rashmoni serial end time of ranima,Rani Rashmoni,Bengali Serial,Zee Bangla,Ditipriya Roy,রানীমা,রানী রাসমণি,বাংলা সিরিয়াল,দিতিপ্রিয়া রায়,জি বাংলা

সম্প্রতি জি বাংলার তরফে রানী রাসমণি সিরিয়ালে রানী মার অন্তিম সময়ের কিছু খন্ড দৃশ্য শেয়ার করা হয়েছে। যেখানে দেখা দেখা যাচ্ছে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন রানীমা সাথে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। মথুরের চোখে রাণীমার এই দৃশ্য দেখা যাচ্ছে না তাই সে ডাক্তার ডাকতে যেতে চাইছে। কিন্তু রাণীমা তাকে ডাক্তার বৈদ্য ডাকতে মানা করছেন।

প্রসঙ্গত, রাণী মা নিজের অন্তিম সময়ের কথা আগে থেকেই বুঝতে পেরেছেন। কারণ মা ভবতারিণী রাণীমাকে নিজের কাছে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এরপরেই রাণী মা বুঝতে পেরেছেন যে তাঁর জীবনের অন্তিম সময় নিকট এসে গিয়েছে। রানী রাসমণি সিরিয়ালে রানীমাকেই দেখা যাবে না এই কথা ভেবেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। অনেকেই চ্যানেলের শেয়ার করা প্রোমোতে নিজেদের দুঃখের কথা প্রকাশ করেছেন।

rani rashmoni serial end time of ranima,Rani Rashmoni,Bengali Serial,Zee Bangla,Ditipriya Roy,রানীমা,রানী রাসমণি,বাংলা সিরিয়াল,দিতিপ্রিয়া রায়,জি বাংলা

নেটিজেনদের ধারণা ছিল রাণীমার প্রয়াণের মধ্যে দিয়েই হয়তো শেষ হয়ে যাবে  সিরিয়াল। তবে তা কিন্তু হচ্ছে না, ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। রাণীমার প্রয়াণের পর গদাধরের কাহিনী দেখানো হবে সিরিয়ালে। কি করে গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে উঠবে সেই কাহিনীই দেখা  যাবে এবার সিরিয়ালে।

site