• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানিমার মৃত্যুর পর রাণী রাসমণীতে আসছে নয়া ট্যুইস্ট! এবার সারদা মায়ের গল্প শোনাবে ধারাবাহিক

ধারাবাহিকে অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা একেকটি চরিত্রে যেন প্রাণ প্রতিষ্ঠা করেন৷ ঠিক যেরকম অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), গত ৪ বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণী’ (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিকে রানিমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আসছেন। এখন তার নিজের নামের চেয়েও বেশি পরিচিতি ‘রানিমা’ ডাকেই।

এই ধারাবাহিকের দুর্দান্ত কাস্ট, ঠাঁসা গল্পের বুনন, অনবদ্য চিত্রনাট্য, সেট, কলাকুশলীদের অভিনয়ে দর্শকদের কাছে খুব সহজ ভাবে ফুটে উঠেছে একটি সাধারণ মেয়ে থেকে রানিমা হয়ে ওঠার গল্প। দর্শকেরা জানতে পেরেছেন রানিমার নির্ভীক, সাহসী,দয়ালু চরিত্রের কথা। তার শাসন, তার সততা, নিষ্ঠার কথা।

   

Rani rashmoni wedding

অল্প বয়সের কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানের বয়স্কা রানিমাও চরিত্রে দিতিপ্রিয়ার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে এবারে বেজে গিয়েছে রানিমার বিদায় ঘন্টা। রানিমার পর্ব শেষ হয়ে গেল তার মৃত্যুর মধ্য দিয়েই। মা ভবতারিণীর ডাকে বার্ধক্য এবং শারিরীক দুর্বলতা নিয়েই চিরদিনের মতো চোখ বুজলেন রানিমা। আর এখানেই শেষ হল ধারাবাহিকে রাণী রাসমণীর পর্ব।

রানী রাসমণি Rani Rashmoni Serial Ranima Enging scene

কিন্তু দর্শকদের জন্য সুখবর এই যে রানিমার মৃত্যু হলেও ধারাবাহিক এগোবে। রানির মৃত্যুর পরে দক্ষিণেশ্বর মন্দিরের বাকি ইতিহাস তুলে ধরা হবে। দেখানো হবে সারদা মা এবং গদাধরের জীবন কাহিনী। ধারাবাহিকে প্রথম থেকেই গদাধরের ভূমিকায় অভিনয় করে আসছেন সৌরভ সাহা। পর্দায় তার সাথে ছোট বেলার সারদা মায়ের বিবাহ দেখানো হয়েছিল। রানিমার নির্মিত দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পূজো দিতেন শ্রী শ্রী রামকৃষ্ণ, সাথে তিনি পুজো দিতেন মা সারদারও। এবার মা সারদার গল্প ফুটে উঠবে ধারাবাহিকে।

Rani Rashmani Gadadhar Sarada রানী রাসমণি গদাধর সারদা

এবার সুখবর হল পরিণত বয়সের সারদা মায়ের চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)। গদাই ঠাকুরের রামকৃষ্ণ হয়ে ওঠার গল্পে এবার পাশে পাওয়া যাবে সারদা মা কেও। এর আগে সন্দীপ্তাকে দেখা গিয়েছিল ‘দুর্গা’র চরিত্রে। এবার সে কতটা সারদা মা হয়ে উঠতে পারে সেটাই দেখার।

রাণী রাসমণী,গদাধর,দিতিপ্রিয়া রায়,সৌরভ সাহা,rani rashmoni,ramkrishna,Ditipriya roy,zee bangla,Sourav saha,Sandipta sen,সন্দীপ্তা সেন

ধারাবাহিকের নামেও থাকবে নয়া ট্যুইস্ট। ধারাবাহিকের নাম কী হবে সেই প্রসঙ্গে অভিনেতা সৌরভ সাহা ওরফে পর্দার গদাধর জানান ,হয়ত নামে কিছুটা পরিবর্তন হবে। তবে খোলসা করে কিছুই জানাননি অভিনেতা। তার বক্তব্য, ‘‘এক জন মানুষ মারা গেলেও তাঁর কর্মকাণ্ডগুলো থেকে যায়। রাসমণির জন্য বাঙালির উত্তরণ, সমাজে সর্বধর্ম সমন্বয় ঘটেছে। সে সব ভুলে গেলে তো ধারাবাহিক এগোবে না। একটা ধারাবাহিক শুরু হয়েছে যাঁর গল্প দিয়ে, যাঁর নামে, তা মুছে দেওয়া যাবে না ধারাবাহিক থেকে।’’

site