• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রবীন্দ্র সংগীত গেয়ে তাক লাগিয়ে দিলেন সারদা মণির মা ত্বরিতা! ভাইরাল ভিডিও

Published on:

Twarita Chatterjee

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita Chatterjee) র সঙ্গে চার হাত এক হতে চলেছে সৌরভ ব্যানার্জি (Sourav Banerjee)-র। এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানি রাসমণিতে সারদার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। গৌরব পত্নী দেবলীনার মতোই নাচতে বেশ ভালোবাসেন ত্বরিতা।

Sourav Banerjee Twarita Chatterjee

বিয়ের বাকি আর মাত্র ৪দিন, এর মধ্যেই ইন্সটাগ্রামে নতুন অবতারে ধরা দিলেন ত্বরিতা। সারদার মায়ের সাজে ইন্সটাগ্রাম রিলে তিনি জনপ্রিয় রবীন্দ্র সংগীত ( Rabindra Sangeet ) ‘মন মোর মেঘের সঙ্গী’তে করলেন লিপ্সিঙ্ক। সাদা লাল পাড় শাড়ি, লাল টিপ, গলায় সোনার গয়না পরে ভিডিওতে ধরা দিলেন ত্বরিতা। আর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল নেটপাড়ায়।

 

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন এই তারকাজুটি৷ কর্মসূত্রে ২০১৭ সালে পরিচয় সৌরভ ত্বরিতার। চলতি মাসের ১৫ই জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারদার মা ত্বরিতা। তাই আইবুড়ো নাম ঘোঁচার আগে জমিয়ে বন্ধুদের সঙ্গে ব্যাচেলর পার্টি (Bachelor Party) সেরে ফেললেন ত্বরিতা।

Sourav Banerjee Twarita Chatterjee

এদিন সাদা টিশার্ট ও ডেনিম হট প‍্যান্টে দেখা গেল সারদামণির মাকে। প্রিয় বান্ধবী সন্দীপ্তাও এদিন ছিলেন ত্বরিতার ব‍্যাচেলরেট পার্টিতে। সকলে একই ড্রেস কোডে এক্কেবারে ফুরফুরে মেজাজে ফূর্তির মেজাজে ছিলেন ‘ব্রাইডস মেট’রা। হাতে পানীয়ের গ্লাস নিয়ে নিজের ইন্সটা হ্যান্ডেলে সেসব ছবি শেয়ার করেন ত্বরিতা, সন্দীপ্তা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥