• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ত্বরিতা-সৌরভের রিসেপশনে এলাহি আয়োজন! দেখে নিন মেনু থেকে বর-কনের সাজের খুটিনাটি

Published on:

Twarita Sourav reception

অপেক্ষার অবসান। অবশেষে ১৫ ই জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণতা পেল সৌরভ ব্যানার্জি (Sourav Banerjee) এবং ত্বরিতা চ্যাটার্জি (Twarita Chatterjee) এর তিন বছরের প্রেম। ধুমধাম করে এলাহি আয়োজনে বিয়ে সারেন এই মিষ্টি জুটি। ১৫ তারিখ বিয়ের পর ১৭ তারিখ আয়োজিত হয়েছিল জমকালো রিসেপশন (Reception)।

Sourav Banerjee Twarita Chatterjee wedding

বিয়ে রিসেপশন দুই অনুষ্ঠানই ছিল একেবারে তারকা খচিত। টলিপাড়ার তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন সৌরভ ত্বরিতার বিয়েতে।

Sourav Banerjee Twarita Chatterjee reception

টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) একদম বিয়ের দিন সকাল থেকেই একেবারে আঠার মত লেগেছিলেন প্রিয় বান্ধবী ত্বরিতার সঙ্গে। ত্বরিতা সৌরভের বিয়ের সব মুহুর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সন্দীপ্তা। ত্বরিতা আর সৌরভের বিয়েতে সন্দীপ্তা যেন ‘বরের ঘরের মাসী আর কনের ঘরের পিসি’।

Sourav Banerjee Twarita Chatterjee Reception Sandipta Sen

ত্বরিতা সৌরভের বিয়ে হয়েছে ‘ উত্তীর্ণ ‘ তে, রিসেপশনের আয়োজনও সেখানেই করা হয়েছিল। তরুণ কুমারের নাতির বৌভাতে আবারো প্রধান হয়ে উঠেছিল আভিজাত্য, সাজসজ্জার চাকচিক্য। কাঠের ফ্রেমে মাদুর দিয়ে পিলার গুলোতে করা হয়েছিল সাবেকি ডেকরেশন, এছাড়া ছিল রংবেরঙের ফুল আর আলোর রোশনাই।

Sourav Banerjee Twarita Chatterjee Reception

শুধু রিসেপশন মন্ডপ না সাজসজ্জায় নজর কেড়েছেন সৌরভ ত্বরিতার জুটিও। রিসেপশনেও ত্বরিতার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এদিন অভিনেত্রী সেজেছিলেন সোনালি রঙের লেহেঙ্গা শাড়ি, কুন্দনের গয়না আর মাথায় দিয়েছিলেন লাল গোলাপ, সৌরভের পরনে ছিল সোনালি বন্ধগলা।

Sourav Banerjee Twarita Chatterjee reception

সাজসজ্জার পাশাপাশি বিয়ের মেনুতে ছিল এলাহি আয়োজন। অতিথিদের পাতে এদিন পড়েছে বেবি নান, চিকেন লেগপিস, মাটন কিমা, পোলাও, কষা মাটন, নলেন গুড়ের সুফলে, মালপোয়া, নলেন গুড়ের আইসক্রিম, পান। তবে সব মেনুর মধ্যে প্রধান আকর্ষণ ছিল লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি।

Sourav Banerjee Twarita Chatterjee reception

 

ভাইয়ের বিয়ে বলে কথা। যথারীতি বিয়ের দিনের মতোই আসর মাতিয়েছেন সদ্য বিবাহিত দম্পতি গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার ( Devlina Kumar)। এদিন বেইজ রঙা সুট প‍্যান্টে দেখা গেল গৌরবকে। পাশে লাল বেনারসী, সোনায় গয়নায় অপরূপ দেখাচ্ছিল দেবলীনাকেও।

Sourav Banerjee Twarita Chatterjee reception Gourab Chatterjee Devlina Kumar

সব মিলিয়ে বছরের শুরুতেই একেবারে ধুমধাম করে এলাহি আয়োজনে বিয়ে সারলেন ত্বরিতা সৌরভ। তবে এইতো শুরু হল বিয়ের মরসুম। শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন টলি জুটি নীল-তৃণাও। এখন দেখার তাদের বিয়েতে কী কী নতুনত্ব উঠে আসে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥