• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি নং ১ এ হাজির রাণী রাসমণির পদ্মমণি অভিনেত্রী দিয়া, জানালেন জীবনের অজানা কিছু কথা

বাংলা সিরিয়ালের জগতে দর্শকদের প্রিয় সিরিয়ালের তালিকায় প্রথম দিকেই রয়েছে করুনাময়ী রানী রাসমণি সিরিয়ালের নাম। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকেই দুর্দান্ত অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। আর এই সিরিয়ালেরই পদ্মমণি চরিত্রের অভিনেত্রী হলেন দিয়া চক্রবর্তী (Diya Chakraborty)। দর্শকের প্রায় সকলেই খুব ভালো করে তাকে চেনে। কারণ সিরিয়ালে খানিক ঝগড়ুটে হিসাবেই পরিচিতি পেয়েছেন অভিনেত্রী। তবে তার অভিনয়ের দিক থেকে কিন্তু বেশ পারদর্শী অভিনেত্রী।

জি বাংলা দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। তবে রানী রাসমণি সিরিয়াল নয়। সুবর্ণলতা সিরিয়ালের হাত ধরেই খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলেন অভিনেত্রী। সুবর্ণলতা সিরিয়ালে অভিনয়ের সময় অভিনেত্রী সবে ক্লাস সেভেনে পড়তেন। ছোট থেকেই আগ্রহ ছিল অভিনয়ের দিকে তাই সুযোগ আসা মাত্রই অভিনয়ের দিকে ঝাঁপিয়ে পড়েন আর কাজকে ভালোবেসে এটাকেই পেশা হিসাবে বেছে নেন।

   

Diya Chakraborty Rani Rashmoni Padmamoni

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নং ১ এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী দিয়া চক্রবর্তী। দিদি নং ১ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জী মাঝে মধ্যেই এই ধরণের বিশেষ অতিথিদের নিয়ে শো করে থাকেন। আর তাদের নানান প্রশ্ন করেন যার ফলে অভিনেতা অভিনেত্রীদের অনেক অজানা তথ্য সামনে আসে। দিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দিয়াকেও শো চলাকালীন নানান প্রশ্ন করেছেন রচনা ব্যানার্জী।

দিয়াকে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলেন, ‘আগে খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলেন তিনি। ঝগড়াঝাটি একেবারেই অপছন্দ ছিল তার। কিন্তু সিরিয়ালের পদ্মমণি চরিত্রে অভিনয় করার ফলে সারাদিনের অর্ধেকেরও বেশি সময় ক্যারেক্টারেই ঢুকে থাকি। ঝগড়া দেখলেই হাজির হয়ে পড়ি সেখানে’। তবে সে যাই হোক অভিনেত্রীকে কিন্তু দর্শকরা যথেষ্ট ভালোবাসেন। তাদের দৌলতেই সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে পড়েছেন অভিনেত্রী ইতিমধ্যেই।

দিদি নং ১ এর মঞ্চে অভিনেত্রীর সম্পর্কে আরেকটি বেশ মজাদার তথ্য জানতে পারা গিয়েছে। অভিনয়ের দক্ষতা অর্জন করলেও এপর্যন্ত ডিমসেদ্ধ করতে পারেন না অভিনেত্রী। যেখানে ডিম সেদ্ধ খুবই সহজ একটা রান্না সেখানে আজপর্যন্ত ঠিক মত ডিমসেদ্ধ করেই উঠতে পারেননি অভিনেত্রী। শো চলাকালীন সকলকে প্রশ্ন করেছেন দিয়া, ‘ডিম কতক্ষনে সেদ্ধ হয়? আমি আজ পর্যন্ত ডিম ফুল বয়েল করতে পারিনি’। এই কথা শুনে রচনা ব্যানার্জী থেকে শুরু করে মঞ্চে উপস্থিত বাকি সকলেই হেসে ফেলেছেন।