বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘রানী রাসমণি’। আর সেই সিরিয়ালে মূল চরিত্র রানীমার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। মাত্র ১৭ বছর বয়সেই তিনি অবলীলায় ফুটিয়ে তুলছেন ৫৩ বছরের রানি রাসমণিকে। আর ১০০০ এপিসোডের বেশি সময় ধরে ‘রানি রাসমণির’ (Rani Rashmoni) চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়ার তুখোড় অভিনয়ের জয়জয়াকার সর্বত্রই। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে, তাই অভিনয়ের মারপ্যাঁচ খুব সহজেই রপ্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেলিভিশন ছাড়াও টলিউড (Tollywood) -এর বেশি কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি বছরের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছে দিতিপ্রিয়া।

তবে পর্দার দিতিপ্রিয়া আর রিয়েল লাইফের দিতিপ্রিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই বয়স্ক রানিমা আসলে একটা ছটফটে মিষ্টি মেয়ে। ছোটো বয়েজকাট চুল আর হালকা পোশাকেই সবচেয়ে কমফর্টটেবল তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় রানীমা তথা অভিনেত্রী দিতিপ্রিয়া। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর ব্যাপক জনপ্রিয়তা হবার কারণে শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পরে সেই সমস্ত ছবি ও ভিডিও।

কিছুদিন আগে দিতিপ্রিয়ার একটি ব্রাইডাল লুকের ভিডিও শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে পড়েছিল। সম্প্রতি দিতিপ্রিয়ার আরো একটি ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে দিতিপ্রিয়া নিজে এই ভিডিও শেয়ার করেনি, আগেই বলেছি অসংখ্য ফ্যান রয়েছে অভিনেত্রীর। আর সেই ফ্যানেদের তৈরী ফ্যান ক্লাবের থেকেই শরিকরা হয়েছে এই ভিডিওটি।

ভিডিওতে সিরিয়ালের শুটিংয়ের মাঝে একটু মজা করতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে। আসলে দিতিপ্রিয়াকে একটি টাং টুইস্টার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। অভিনেত্রীকে ‘লীনা নিল নীলা’ কথাটা তাড়াতাড়ি বলতে বলা হয়েছে। আর সেই চ্যালেঞ্জই নাজেহাল দশা অভিনেত্রীর। ভিডিওতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন! আর অভিনেত্রীর এই ভিডিও বর্তমানে ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram














