বলিউডের (Bollywood) প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন বঙ্গ তনয়া রানি মুখার্জি (Rani Mukherjee)। আর জন্মসূত্রে বাঙালি হওয়ায় বাংলার দর্শকদের তাঁকে একটা আবেগ তো কাজ করেই। আর আজ সরস্বতী পুজোর (Swarasati Pujo) দিনেই বাঙালি আবেগকে উস্কে দিল রানির বাণী বন্দনার একটি ছবি।
আজ বসন্ত পঞ্চমী। আর আজকের দিনে বাংলাজুড়ে সবাই মেতে উঠেছেন বাগদেবী সরস্বতীর দেবী বন্দনা। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে বাঙালি অভিনেত্রী রানি মুখার্জীর সরস্বতী পুজো করার ছবি। কি আছে সেই ছবিতে? ছবিতে দেখা যাচ্ছে ম্যাচিং হলুদ শাড়ি, ব্লাউজ আর খোলা চুলে বাগদেবীর সামনে বসে সন্তান কোলে সেল্ফি তুলছেন অভিনেত্রী। মাথায় গুঁজেছেন হলুদ গোলাপ।
এই ছবি দেখেই উপচে পড়েছে একগাদা প্রশ্ন কেউ জানতে চেয়েছেন ছবিতে থাকা মিষ্টি দুই খুদে আসলে কে হয় রানির? আবার কারও প্রশ্ন ছবিতে কোথাও দেখা যাচ্ছে না কেন রানির মেয়ে আদিরা কে। এছাড়া এতদিনে কমবেশি সকলেই জেনে গিয়েছেন মুম্বাইতে তো সরস্বতী পুজো করেন না রানি। তাহলে কি সরস্বতী পুজো উপলক্ষ্যে কলকাতায় এসেছেন রানি?
সরস্বতী পুজো উপলক্ষ্যেই এদিন এই বিশেষ দৃশ্যের ছবি শেয়ার করেছিলেন নির্মাতারা। অসীমা ছিব্বর পরিচালিত এই ছবি শেয়ার করে প্রয়োজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘যাবতীয় প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে দেশের সঙ্গে লড়াই করে এক জন মহিলা কী ভাবে তাঁর সন্তানদের রক্ষা করেন, তা জানতে তৈরি থাকুন’। জানা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী ১৭ মার্চ মু্ক্তি পেতে চলেছে রানি মুখার্জি অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। অন্যদিকে এই সিনেমার হাত ধরেই প্রথম হিন্দি সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন টলি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।