বলিউডের প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রানি মুখার্জি (Rani Mukherjee)। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। একটা সময় এমন ছিল যখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন রানি।
উল্লেখ্য ১৯৯৬ সালের “রাজা কি আয়েগি বারাত” (Raja Aayegi Barat) সিনেমার হাত ধরেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। জানা যায় অভিনয় জীবনের লম্বা সফরে এখনও পর্যন্ত মোট সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেছেন এই বঙ্গ তনয়া। আজও তার সুন্দর হাসি আর দুর্দান্ত অভিনয়ের ভক্ত অগণিত দর্শক।
আজকাল তুলনামূলকভাবে অনেক সিনমায় দেখা যায় , রানি মুখার্জিকে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকা সত্ত্বেও, মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সূত্রের খবর, বর্তমানে বলিউডের ঝাঁচকচকে গ্লামার ওয়ার্ল্ড থেকে অনেক দূরে থেকেও রানী মুখার্জি প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর ‘মুম্বাইয়ের রুস্তমজি প্যারামাউন্টে’ একটি নতুন বিলাসবহুল ফ্লাট (Luxurious New Flat) কিনেছেন অভিনেত্রী।
সম্প্রতি রানির সেই বিলাসবহুল প্রাসাদের অন্দরমহলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। জানা যাচ্ছে অভিনেত্রীর এই বাড়িটি ডিজাইন করার সময় অত্যন্ত আধুনিক স্টাইলে তৈরি করা হয়েছে। সূত্রের খবর রানি মুখার্জির এই বাড়ির দাম প্রায় ৭ কোটি টাকারও বেশি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানির এই বিলাসবহুল বাড়িটিতে মোট দুটি পার্কিং এলাকা রয়েছে। জানা যাচ্ছে নয় নয় করে মোট ৩৫৪৫ বর্গফুট জায়গা জুড়ে অভিনেত্রীর এই বাড়ি তৈরি হয়েছে।
এই বাড়ির বারান্দাতেই সহজেই একটি বড় পার্টির আয়োজনও করা যায়। বাড়িটি আউটডোর ফিটনেস স্টেশন, সুইমিং পুল, গেমিং এরিয়া, মিনি থিয়েটার এবং বাচ্চাদের খেলার জায়গার মতো একাধিক সুবিধা রয়েছে। এছাড়াও এই বাড়ির মধ্যেই নাকি রয়েছে একটি বড় লাইব্রেরি। একটা সময় রানি বলিউড থেকে প্রচুর অর্থ উপার্জন করলেও এখন সেইসাথে যুক্ত হয়েছে অভিনেত্রীর নিজের ব্যবসা। সেইসাথে রয়েছে রানি মুখার্জির নিজস্ব হোটেল এবং রেস্তোরাঁ। সেখান থেকেও নাকি কোটি কোটি টাকা উপার্জন করেন অভিনেত্রী।