• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বাপ্পি মামা’ র হাসি মুখটা ভুলতে পারছেন না, থেকে থেকেই কেঁদে উঠছেন মা, জানালেন রানী মুখার্জী

সুরের আকাশে একের পর এক নক্ষত্র পতনে শোকস্তব্ধ গোটা দেশ। ভোরের আলো ফোটার মুখেই আজ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি শিল্পী বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri)। মাত্র ৬৯ বয়সে দেশের ‘গোল্ড ম্যান'(Gold Man) -এর এমন অকালমৃত্যু মানতে পারছেন না কেউই। আজ সকাল থেকেই সকলের প্রিয় বাপ্পী দার প্রয়াণের খবরে ছয়লাপ সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কিংবদন্তী সঙ্গীত শিল্পীর প্রয়াণের খবরে একের পর এক শোকবার্তা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলে।

তালিকায় রয়েছেন বঙ্গ তনয়া তথা বলিউড অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukherjee)। প্রসঙ্গত রানির পরিবার তথা গোটা মুখার্জী পরিবারের সাথে বাপ্পী লাহিড়ীর সম্পর্ক দীর্ঘদিনের। কলকাতার বাসিন্দা এই দুই বাঙালি পরিবারের মধ্যে সময়ের সাথে সাথেই তৈরি হয়েছিল এক সুন্দর সখ্যতা। তাই আপদে বিপদে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছেন তারা। উল্লেখ্য রানীর মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের (Krishna Mukherjee) ছোটোবেলার বন্ধু বাপ্পী লাহিড়ী।

   

Bappi Lahiri,বাপ্পী লাহিড়ী,Sudden Death,অকাল মৃত্যু,Rani Mukherjee,রানি মুখার্জি,Mourned,শোক বার্তা,Krishna Mukherjee,কৃষ্ণা মুখার্জি

এদিন বর্ষীয়ান শিল্পী বাপ্পী লাহিড়ীর অকালমৃত্যুকে পারিবারিক ক্ষতি বলে উল্লেখ করেছেন রানি। তবে শুধু রানির পরিবারের সাথেই নয় কাজলের মা তনুজার (Tanuja) সাথেও খুবই ভালো পারিবারিক সম্পর্ক ছিল বাপ্পী লাহিড়ীর। সেসময় কলকাতার অলোকেশ লাহিড়ী তখনও বলিউডের বাপ্পী লাহিড়ী হয়ে ওঠেননি। সেসময় কাজলের বাবা তথা তৎকালীন জনপ্রিয় প্রযোজক-পরিচালক সোমু মুখোপাধ্যায়ের ছবিতে সংগীত পরিচালনার সুযোগ পান বাপ্পি। সেই সূত্রেই তনুজার সাথেও সখ্যতা ছিল বাপ্পী লাহিড়ীর।

Bappi Lahiri,বাপ্পী লাহিড়ী,Sudden Death,অকাল মৃত্যু,Rani Mukherjee,রানি মুখার্জি,Mourned,শোক বার্তা,Krishna Mukherjee,কৃষ্ণা মুখার্জি

তাই আজ সকালেই বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবর পাওয়া মাত্রই কাজলকে নিয়ে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন তনুজা।বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকাহত রানি মুখার্জি। কিংবদন্তি শিল্পীর স্মৃতি চারণা করতে গিয়ে এদিন সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন ‘ছেলেবেলাতেই মায়ের সঙ্গে কলকাতায় পরিচয় বাপ্পি আঙ্কলের। তখন থেকেই দুজনের বন্ধুত্ব। ওঁর চলে যাওয়াটা আমাদের পারিবারিক ক্ষতি। মা কিছুতেই মেনে নিতে পারছেন না। একেবারে ভেঙে পড়েছেন। আজ সারাদিন বাপ্পি মামার সঙ্গে কাটানো ছোটবেলার সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে।’

Bappi Lahiri,বাপ্পী লাহিড়ী,Sudden Death,অকাল মৃত্যু,Rani Mukherjee,রানি মুখার্জি,Mourned,শোক বার্তা,Krishna Mukherjee,কৃষ্ণা মুখার্জি
সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন ‘খুব…খুব মিস করব। বাপ্পি মামার হাসি মুখটা কিছুতেই ভুলতে পারছি না। চিরকাল মনে রয়ে যাবে ওঁর ওই হাসিমাখা মুখটা। চিত্রা আন্টি, রিমা, বাপ্পার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওঁরা যেন এই শোক সামলে উঠতে পারে।’ এছাড়াও বলিউডের ‘ডিস্কো কিং’ (Disco King) প্রসঙ্গে রানি এদিন বলেন ‘নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন উনি। বাবা-মায়ের কাছে যেমন ভাল সন্তান হয়ে উঠেছিলেন, তেমনই ভাল স্বামী আর প্রকৃত বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বাপ্পি লাহিড়ি নামটা আইকন হয়ে থেকে যাবে চিরকাল। খুব তাড়াতাড়ি চলে গেলেন। খুব কষ্ট হচ্ছে। এবার শান্তিতে ঘুমোন বাপ্পি আঙ্কল।’