• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেলিব্রেটি হয়েও অহংকার নেই! কেন মেয়েকে ক্যামেরার আড়ালে রাখেন রানী মুখার্জী? জানলে বাহবা দেবেন আপনিও

Published on:

Rani Mukerji reveals why she keeps her daughter Adira Chopra away from paparazzi

বলিউড (Bollywood) তারকাদের প্রতি সবসময় পাপারাৎজিদের কড়া নজর থাকে। তাঁরা কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন সব কিছু ক্যামেরাবন্দি হতে থাকে। অবশ্য শুধুমাত্র তারকারাই নন, পাপারাৎজিদের নজর থাকে তাঁদের সন্তানদের ওপরও। মা-বাবা তারকা হলে, সেই আলোয় উজ্জ্বল হয়ে ওঠে তাঁদের সন্তানরাও। ঠিক যেমনটা হয় বলিউডের নামী অভিনেত্রী রানি মুখার্জির (Rani Mukerji) মেয়ের ক্ষেত্রে।

বি টাউনের এই বাঙালি অভিনেত্রী যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার ঘরণী। তাঁদের এক ৬ বছরের মেয়েও রয়েছে। রানি-আদিত্যর মেয়ের (Rani Mukerji) নাম আদিরা (Adira Chopra)। বলিউডের এই ‘পাওয়ার কাপল’এর মেয়ের কথা শুনলেও তাঁকে কিন্তু খুব বেশি দেখেননি নেটিজেনরা।

Adira Chopra

কারণ রানি এবং আদিত্যর মেয়ে হলেও আদিরাকে খুব বেশি ক্যামেরাবন্দি হতে দেখা যায় না। মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন এই তারকা জুটি। তবে এমন সিদ্ধান্তের নেপথ্যে কারণ কী জানেন? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেত্রী নিজে।

আসলে তারকা সন্তান হলেই ছোট থেকে আলাদা করে খাতির করা হয় তাঁদের। সব সময় স্পটলাইটে থাকে তাঁরা। আর এটাই চান না রানি এবং আদিত্য। তাঁদের মতে, এমনটা হলে ছোটবেলাটাই নষ্ট হয়ে যাবে মেয়ের। আর সেই কারণেই রানি এবং আদিত্য ছবি শিকারীদের থেকে দূরে রাখেন মেয়েকে।

Adira Chopra

রানির বলেন, ছোট থেকে মেয়েকে খুব সাধারণভাবেই বড় করতে চাই। ওঁর মা-বাবা সফল তারকা বলে ছোট থেকেই সচেতন করে দিতে চাই না। পাশাপাশি এও জানান, তারকা সন্তান বলে আদিরা স্কুলেও খাতির পাক তা চান না তিনি। আর পাঁচজন সাধারণ শিশুর মতো করেই মেয়েকে বড় করতে চান রানি এবং আদিত্য।

বি টাউনের এই বাঙালি অভিনেত্রীর কথায়, ‘আমি চাই সকলের মাঝে আদিরা বেরোক। লোকে যদি ওঁকে চিনতে পেরে প্রত্যেক মুহূর্তে ছেঁকে ধরে তাহলে ওঁর ছোটবেলার আনন্দটাই মাটি হয়ে যাবে। নিজের খুশি মতো ও ঘুরুক, ফিরুক। জীবনটা নিজের মতো করে কাটাক’। অবশ্য শুধুমাত্র রানিই নন, এখন বলিউডের বেশিরভাগ তারকাই নিজের সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন। বিরাট-অনুষ্কা থেকে শুরু করে নিক-প্রিয়াঙ্কা হয়ে রণবীর-আলিয়া, করণ-বিপাশা বি টাউনের প্রত্যেক তারকা জুটিই নিজের সন্তানদের লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখতে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥