• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে রানিমার পর্ব শেষ, তবে এখনও দিতিপ্রিয়ার মুখ ফসকে বেরিয়েই যায় ‘রক্কে কর রগুবীর’!

Published on:

Ditipriya Roy দিতিপ্রিয়া রায়

কানাঘুঁষো আগেই শোনা যাচ্ছিল। আর সিরিয়ালে রানিমার মহা প্রয়াণ পর্ব মিটতেই সিলমোহর পড়েছে সেই জল্পনায়। পরনে আটপৌরে শাড়ি, আর মাথায় একহাত ঘোমটা দেওয়া রানি রাসমণির (Rani Rashmoni) খোলস ছেড়ে ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্মে নায় লিখিয়েছেন বাংলার টেলি ক্যুইন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র (Tansener Tanpura) তৃতীয় সিজনে বিক্রম চট্টোপাধ্যায় আর রূপসা চট্টোপাধ্যায়ের সাথেই দেখা যাবে তাঁকে।

আর নতুন ওয়েব সিরিজের (Web Series) জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেত্রী। আর তার জন্যই আগের ‘রানিমা’-র ইমেজ ভেঙেচুরে একেবারে নতুন লুকে, নতুনভাবে হাজির হতে চলেছেন দিতিপ্রিয়া। এই সিরিজে নিজের চরিত্রের বিষয়ে হাল্কা আভাস দিয়ে দিতিপ্রিয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘আমার চরিত্রের নাম ‘সাজ’। খুবই ইন্টারেস্টিং একটি চরিত্র। আমারই বয়সি একটি মেয়ে। সরল, কিন্তু বুদ্ধিমান। নানা দিক থেকে দিতিপ্রিয়ার সঙ্গে মিল রয়েছে। যদিও আরও অনেক স্তর রয়েছে, কিন্তু সেগুলো এখনই বলা যাবে না। তা হলে সিরিজের রহস্য মাটি হয়ে যাবে।’

Rani Rashmoni Actress Ditipriya Replied

তবে ওটিটি প্ল্যাটফর্মে তাঁর এই ‘নিউ এজ গার্ল’ এর অবতারে এবার যে তাঁকে ওয়েস্টার্ন এবং ইন্দো-ওয়েস্টার্ন পোশাকেই দেখা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ওয়েব সিরিজের নতুন লুকের বিষয়ে দিতিপ্রিয়া জানিয়েছেন ‘এখন আর কোনও চরিত্রের জন্য ছোট জামা পরলে অত ভাবতে হবে না, কোনও দৃশ্যে অভিনয় করলে ‘রানিমা’-র কথা মাথায় রাখতে হবে না। সেটা অবশ্যই সুবিধা হচ্ছে। কারণ রানিমা আর নেই। যদিও রানিমা চরিত্রটি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে, তা আমি যাই করি না কেন।’

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,Rani Rashmoni,রানী রাসমণি,তানসেনের তানপুরা,Web Series,Ditipriya Web Series

‘রানিমা’ চরিত্রের কথা প্রসঙ্গেই একটি মজার ঘটনার কথা উল্লেখ করে দিতিপ্রিয়া জানিয়েছেন ‘আগে ক্যামেরা চালু হলেই আমার ঠোঁটে রানিমার উচ্চারণ বেরিয়ে যেত। এখনও আমার মাথায় ‘রক্কে কর রগুবীর’ ঘোরে। কিন্তু সেটাই এখন আমার চ্যালেঞ্জ। কথাবার্তার মধ্যে সেই টানটা যাতে না আসে, তার জন্য বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে বার বার সংলাপগুলো বলি। তা ছাড়া মহড়া দেওয়ার সময়ে সতর্ক থাকি। কয়েক দিনের মধ্যেই অভ্যাস বদলে নিতে পারব বলেই আশা করছি।’

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,Rani Rashmoni,রানী রাসমণি,তানসেনের তানপুরা,Web Series,Ditipriya Web Series

উল্লেখ্য রহস্য,অ্যাডভেঞ্চারে মোড়া ‘তানসেনের তানপুরা’-র এই নতুন সিজনের নাম এখনও ঠিক না হলেও ওয়ার্কিং টাইটেল হিসেবে রাখা হয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’। যা থেকে কার্যত স্পষ্ট আগের সিজনের মতোই আসন্ন সিজনেরও পরতে পরতে থাকবে থ্রিলার এবং অ্যাডভেঞ্চার। তবে এতদিন মুখ্য চরিত্রে অভিনয় করার পর হঠাৎ পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হওয়ায় কোনো আফসোস নেই দিতিপ্রিয়ার। বরং তার স্পষ্ট জবাব ‘আমি কোনও দিন নায়িকা হতে চাইনি। অভিনেত্রী হতে চেয়েছি।আর তানসেনের তানপুরা’-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ পেয়েছি, এতেই আমি আপ্লুত।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥