• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত পাকে ঘুরে পালকি করে শ্বশুরবাড়ি, কবে হচ্ছে বিয়ে? জানালেন স্বর্ণেন্দুর ‘রাঙা বউ’ শ্রুতি

Published on:

Tollywood actress Shruti Das opens up about his marriage plans with Swarnendu Samaddar

টলিউড অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। কাজের থেকে বেশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের বেশি আগ্রহ। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা লেগেই থাকে। বেশ কয়েক বছর হয়ে গেল ‘ত্রিনয়নী’ পরিচালকের সঙ্গে প্রেম করছেন তিনি। তাহলে কি শীঘ্রই বাজবে বিয়ের সানাই? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজে।

জনপ্রিয় এই টেলি অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিকে। এরপর একটা লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। এবার ফের পর্দায় ফিরছেন তিনি। বিপরীতে ফের গৌরব রায় চৌধুরী। পরিচালকের আসনে স্বর্ণেন্দু। স্বাভাবিকভাবেই দর্শকদের ফের মনে পড়ে যাচ্ছে ‘ত্রিনয়নী’র স্মৃতি।

Gourab Roy Chowdhury Shruti Das starrer Ranga Bou promo is on air on Zee Bangla

শ্রুতির নতুন ধারাবাহিকের নাম ‘রাঙা বৌ’। সিরিয়ালে গৌরবের ‘রাঙা বৌ’ হচ্ছেন তিনি। কিন্তু বাস্তবে স্বর্ণেন্দুর ‘রাঙা বৌ’ কবে হচ্ছেন? দেখতে দেখতে ৩ বছর হয়ে গিয়েছে স্বর্ণেন্দু-শ্রুতির সম্পর্কের। এই বিয়ের মরসুমেই কি তাহলে চার হাত এক হবে দু’জনের?

পর্দার ‘ত্রিনয়নী’র উত্তরে অবশ্য অনুরাগীদের মন খানিকটা ভেঙে গিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁরা দু’জনেই এই মুহূর্তে বিয়ে নিয়ে কিছু ভাবছেন না। তাঁদের এখন মূল ফোকাস ‘রাঙা বৌ’য়ের ওপর। তাঁদের দু’জনেরই লক্ষ্য থাকবে এই ধারাবাহিকটিকে সফল করা।

Shruti Das Swarnendu Samaddar

শ্রুতি বলেন, তিনি এবং স্বর্ণেন্দু একসঙ্গে ছিলেন এবং একসঙ্গেই থাকবেন। ধুমধাম করে বিয়ে করার ইচ্ছাও আছে তাঁদের। এছাড়াও অভিনেত্রী নিজের একটি ‘বিশেষ’ ইচ্ছার কথাও জানান। শ্রুতি বলেন, বিয়ের পর পালকিতে চেপে শ্বশুরবাড়ি যেতে চান তিনি। এই সব কিছুই সত্যি হবে, তবে এখন কোনও তাড়া নেই দু’জনের।

প্রসঙ্গত, শ্রুতির থেকে স্বর্ণেন্দু ১৪ বছরের বড়। একবার অভিনেত্রী নিজে জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর দিকে তাঁর ওপর নাকি বেশ চটে থাকতেন পরিচালক। ‘থাবড়া’ মারারা কথাও বলতেন। কিন্তু তখনই অভিনেত্রী ঠিক করে নেন বিয়ে করলে এই মানুষটিকেই করবেন। স্বর্ণেন্দুকে মনের কথা জানানোর পর তিনি নাকি বলেছিলেন, অল্প বয়সে এমনটা হয়। তবে অভিনেত্রী হাল ছাড়েননি। এরপর স্বর্ণেন্দু নিজে এসে তাঁকে বলেছিলেন, তিনিও ভালোবেসে ফেলেছেন পর্দার ‘ত্রিনয়নী’কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥