• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমারও ‘রাঙা বউ’র মত অবস্থা হয়েছিল! শ্বশুরবাড়ি নিয়ে বিস্ফোরক খলনায়িকা স্বর্ণকমল

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘রাঙা বউ’ (Ranga Bou)। আর পাঁচটা  সিরিয়ালের থেকে আলাদা এই ধারাবাহিকে ফুটে উঠেছে শীল বাড়িতে কোণঠাসা কুশ আর পাখির (Kush-Pakhi) দাম্পত্য জীবনের গল্প। ধারাবাহীকে নায়ক নায়িকা কুশ এবং পাখির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরী এবং অভিনেত্রী শ্রুতি দাস।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বাংলা সিরিয়ালের দর্শকরা ফিরে পেয়েছেন পুরনো ‘ত্রিনয়নী’ সিরিয়ালের নয়ন-দীপ্ত জুটিকে। তবে শুধু নায়ক-নায়িকা নয় তারকাখচিত এই ধারাবাহিকে সাবলীল অভিনয় দক্ষতায় দর্শকদের নজর কেড়েছেন আরও একাধিক চরিত্র।তাঁদের মধ্যে অন্যতম হলেন পাখির জা অর্থাৎ খলনায়িকা ইন্দ্রানী (Indrani)।

   

Ranga Bou Pakhi Kush

ধারাবাহিকে এই কুচুটে জায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত (Swarnakamal Dutta)।  দীর্ঘ পাঁচ বছর পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে টেলিভিশনে পর্দার কামব্যাক করলেও একসময় এই অভিনেত্রীকে দর্শক দেখেছেন বড় পর্দায় অভিনয় করতে। আসলে মেয়ে হওয়ার পর মাঝে কিছুদিন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

তবে এখন মেয়ে সংসার সব সামলেই চুটিয়ে অভিনয় করছেন স্বর্ণকমল। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে সাথে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনেত্রীর অতীত জীবনের গভীর ক্ষতর কথা। আসলে রাঙা বউ সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ধারাবাহিকে এই ইন্দ্রানীর লক্ষ্য পাখিকে পদে পদে বিপদে ফেলা। সারাক্ষণ এই রাঙা বৌয়ের পিছনে ছলচাতুরি করাই তাঁর একমাত্র উদ্দেশ্য।

জি বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,কুশ,Kush,পাখি,Pakhi,ইন্দ্রানী,Indrani,স্বর্ণকমল দত্ত,Swarnakamal Dutta,বাস্তব জীবন,Real Life,গার্হস্থ্য হিংসা,Domestic Violence

তবে বাস্তবে এমনটা করে নাকি স্বর্ণকমল নিজে ভীষণ কষ্ট পান। কারণ একটা সময় শ্বশুরবাড়িতে তাঁর সাথে এমনটাই করা হয়েছিল। এদিনের সাক্ষাৎকারে স্বর্ণকমল জানিয়েছেন পর্দায় ইন্দ্রানী হয়ে তিনি পাখির সাথে যা যা করেন একদিন ঠিক তেমনটাই তাঁর সাথে করা হয়েছিল তাঁর নিজের শ্বশুরবাড়িতে। এদিনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান প্রত্যেক শটের পর তাঁর নিজের ভীষণ কষ্ট হয়। আসলে হয়তো পুরনো ক্ষত গুলোই আবার তাজা হয়ে ওঠে।

Bagala Kakima Suchnadra Banerjee Chitralekha Ranga Bou

তাই এদিন এ প্রসঙ্গে অভিনেত্রী জানান ‘আমি শটের পর বারবার জিজ্ঞাসা করি খুব কষ্ট দিলাম না! তবে জানেন তো পর্দায় যেমনটা আমি করেছি ঠিক তেমনি কষ্ট পেয়েছি আমিও। আমার ওপরেও এমনই অত্যাচার করা হয়েছিল শ্বশুরবাড়িতে। অভিনেত্রী একসময় বড় পর্দায় অভিনয় করতেন।

তাই তিনি জানান সে সময় যখন তাঁর একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তখনই তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু তার সাথে যে এমনটা হবে তা তিনি বুঝতে পারেনি। স্বর্ণকমলের কথায় ‘আমি ইন্দ্রানী হয়ে পর্দায় যা যা করি সেই সবকিছু হয়েছে বাস্তবে আমার সঙ্গে। আলাদাও ছিলাম আমরা’।  তবে সেসব এখন অতীত। এখন অভিনেত্রী মেয়ে আর স্বামীকে নিয়ে সুখে-শান্তিতে সংসার করছেন।

জি বাংলা,Zee Bangla,রাঙা বউ,Ranga Bou,কুশ,Kush,পাখি,Pakhi,ইন্দ্রানী,Indrani,স্বর্ণকমল দত্ত,Swarnakamal Dutta,বাস্তব জীবন,Real Life,গার্হস্থ্য হিংসা,Domestic Violence

প্রসঙ্গত একসময় বাংলা সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়ে বিরাট নামটা করেছিলেন স্বর্ণকমল। তবে এখন বাংলা সিরিয়ালে মা কিংবা বৌদির চরিত্রে অভিনয় করতেও কোন আফসোস নেই বলেই জানান অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন রাঙা বউ সিরিয়ালের টিমের সাথে কাজ করে তিনি নিজে বেশ খুশি।

site