বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেতা হলেন গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)। টেলিভিশনের পর্দায় কারও কাছে তিনি ‘পিলু’ সিরিয়ালের আহির আবার কারও কাছে ‘রাঙা বৌ’এর কুশ নামে পরিচিত। তবে এই মুহূর্তে সরল,সাধাসিধে কুশের চরিত্রে অভিনয় করেই গৌরব হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের ছেলে।
পিলু শেষ হওয়ার পরপরই গৌরবকে ‘রাঙা বৌ’তে নতুন রূপে দেখছেন দর্শক। এই সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রুতি দাসের সাথে জুটি বেঁধেছেন গৌরব। যার ফলে দর্শক আরও একবার পুরনো ত্রিনয়নী জুটিকেই নতুন রূপে ফিরে পেয়েছেন দর্শক। প্রসঙ্গত দেখতে দেখতে অভিনয় জগতে বেশ কয়েক বছর কাটিয়ে দিয়েছেন গৌরব।
এই সিরিয়ালে অভিনয়ের আগে একসময় থিয়েটার করতেন তিনি। তবে সিরিয়ালের ব্যস্ততার চাপে এখন আর মঞ্চে অভিনয় করার সময় পান না তিনি। যা নিয়ে মাঝেমধ্যেই আফসোস হয় অভিনেতার। এরইমাঝে ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছেন একটাই খবর। তা হল রাঙা বউ শেষ হওয়ার পর নাকি আর বাংলা সিরিয়ালে অভিনয় করবেন না গৌরব।
তাই ‘রাঙা বৌ’ই গৌরব অভিনীত শেষ বাংলা সিরিয়াল। সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখ খুলেছিলেন অভিনেতা। সেই জল্পনা উড়িয়ে দিয়ে এদিন অভিনেতা জানিয়েছেন এমন কোন ব্যাপার নেই। আসলে শুরু থেকেই পরপর সিরিয়াল করে চলেছেন তিনি। তাই এই প্রজেক্টটা শেষ হলে কিছুদিন বিরতি নিতে চান অভিনেতা।
তবে তার মানে এই নয় যে তিনি আর বাংলা সিরিয়াল করবেন না। তবে জল্পনা কে উস্কে দিয়ে এদিন অভিনেতা কথায় আভাস মিলেছে আগামী দিনে অনুরাগীদের জন্য বড়সড়ক সারপ্রাইজ আনতে চলেছেন তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করার কথা চলছে তাঁর।
সেইসাথে অনুরাগীদের আশ্বস্ত করে গৌরব জানিয়েছেন তিনি যাই করুন না কেন কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। ঘরের ছেলে ঘরে থেকেই প্যান ইন্ডিয়া বেসিসে কলকাতাকে রিপ্রেজেন্ট করে কোন কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। এমনকি গৌরব জানিয়েছেন ভবিষ্যতে তাঁর ইচ্ছা আছে পরিচালনা করারও।