• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেশ হয়েছে, নিজের ছেলে বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফল! রাঙা বউ দেখে গা জ্বলছে দর্শকদের

Ranga Bou Latest Episode Update: আজকালকার যুগের বাস্তব চিত্রটাই পুঙ্খানুপুঙ্খভৱে তুলে ধরা হচ্ছে বেশিরভাগ বাংলা সিরিয়াল (Bangla Serial) গুলিতে। ইদানিং সমাজের তেমনই একটি রূঢ় বাস্তব রূপ তুলে ধরা হয়েছে জী বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘রাঙা বউ’তে (Ranga Bou)। সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে পারিবারিক অশান্তি এখন প্রায় প্রত্যেক বাড়িরই চেনা ছবি।

শুনতে খারাপ লাগলেও এমন অনেক পরিবার আছে যেখানে সম্পত্তির জন্য রক্তের সম্পর্ক এমনকি নিজের বাবা-মাকেও অবলীলায় অস্বীকার করছে ছেলে বৌমারা। বুড়ো বয়সে প্রত্যেক ছেলেমেয়ের দায়িত্ব বাবা মায়ের খেয়াল রাখা। কিন্তু গতকাল রাঙা বউ সিরিয়ালে দেখা গেল একেবারে উল্টো চিত্র। যা সাথে দর্শকরাই বলছেন এ যেন ‘আধুনিক যুগের কুরুক্ষেত্র’।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাঙা বউ,Ranga Bou,জী বাংলা,Zee Bangla,পারিবারিক সমস্যা,Family Problem,পাখি,Pakhi,কুশ,Kush,বেলা,Bela,তারুণজ্যোতি শীল,Tarunjyoti Shil

ধারাবাহিকে শীল বাড়ির প্রধান কর্তা তরুণজ্যোতি শীলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী আর তাঁর স্ত্রী বেলার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মানসী সিনহা। সিরিয়ালের প্লট অনুযায়ী তাঁরা সম্পর্কে নায়ক-নায়িকা কুশ-পাখির জেঠিমা হন। তাঁদের দুই ছেলে-বৌমাই বাড়ির সম্পত্তি ভাগাভাগির জন্যই একেবারে মরিয়া হয়ে উঠেছেন।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন কুশের জেঠিমা বেলার প্রশয়েই তার দুই দাদার আজকের এই পরিণতি।  ধারাবাহিকের গত পর্বেই দর্শক দেখেছেন শীল বাড়ির প্রতিটি দেওয়াল থেকে শুরু করে সমস্ত ঘর বাড়ির কর্তার অজান্তেই ভাগ করে ফেলেছেন তার দুই গুণধর ছেলে আর বৌমা। এমনকি লোকের থেকে নেওয়া লাখ লাখ টাকা শোধ করতে গয়না মায়ের চুরি করতেও হাত কাঁপেনি তার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাঙা বউ,Ranga Bou,জী বাংলা,Zee Bangla,পারিবারিক সমস্যা,Family Problem,পাখি,Pakhi,কুশ,Kush,বেলা,Bela,তারুণজ্যোতি শীল,Tarunjyoti Shil

যার জন্য নিজের বাড়িতে ডাকাত পর্যন্ত ঢুকিয়েছিল সে। আর গতকালের  পর্বে একেবারে সব সীমা ছাড়িয়ে গিয়ে ভাইয়ে ভাইয়ে কুরুক্ষেত্রর যুদ্ধ বেঁধে গিয়েছিল শীল বাড়িতে। যা দেখে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘বাস্তব চিত্রের প্রতিফলন এমন ভাবে কালকের পর্বে তুলে ধরা হল যা মনকে কাঁপিয়ে দেয়। সম্পত্তির লোভের বশবর্তী হয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই এমন কি মা বাবাকে পর্যন্ত আঘাত করা। রোজের খবরের কাগজে পড়া বিষয়গুলো যেন চোখের সামনে দেখলাম বলে মনে হচ্ছিল’।

সেইসাথে লিখেছেন ‘প্রত্যেকের অভিনয় দুর্দান্ত জ্যেঠুমনি, বড়মার বিলাপ যেমন মনছোঁয়া, তেমনই সমর কিরণের হিংস্রতার ভয়াবহতা , সোনাবউ , ফুলবউএর ক্রমাগত উস্কানি দেওয়া এবং কুশ , পাখির পরিণত মনস্কতা সবাইকে সামলানোর চেষ্টা করা সব মিলিয়ে এতদিনের মধ্যে সেরাতম পর্ব ছিল কালকের রাঙাবউ।’