• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৎ পথে কাজ পেয়েছি, কারোর হাত ধরে নয়! স্বর্ণেন্দুর সুবাদে ‘রাঙা বউ’এ কামব্যাক নিয়ে বিস্ফোরক শ্রুতি

Published on:

Ranga Bou serial actress Shruti Das talks about her career

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন শ্রুতি দাস (Shruti Das)। বহু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’র সৌজন্যে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী। মাঝে বেশ কিছুটা সময় পর্দা থেকে দূরে থাকার পর ফের ‘রাঙা বউ’এর (Ranga Bou) হাত ধরে কামব্যাক করেছেন তিনি। এর আগেই এক নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেন নায়িকা।

শ্রুতি মানেই এমন একজন ব্যক্তিত্ব যিনি মুখের ওপর কথা বলতে ভয় পান না। অনুরাগীদের কাছে এভাবেই পরিচিতি তিনি। আনন্দবাজার অনলাইনে দেওয়া অভিনেত্রীর সাক্ষাৎকারেও ফের একবার চেনা মেজাজেই দেখা গেল অভিনেত্রীকে।

Shruti Das শ্রুতি দাস

আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে শ্রুতি দাস এবং গৌরব রায় চৌধুরী অভিনীত ‘রাঙা বউ’। ধারাবাহিকটির পরিচালকের আসনে রয়েছেন অভিনেত্রীর প্রেমিক তথা পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে খোঁচা দেওয়া শুরু করেছেন অনেকে। কেউ কেউ এও বলছেন, কাজ পেতে সেই প্রেমিকের হাতই শেষ পর্যন্ত ধরতে হল শ্রুতিকে। অভিনেত্রী কী বলছেন এই বিষয়ে?

Shruti Das Swarnendu Samaddar

কটুক্তি প্রসঙ্গে শ্রুতির সাফ কথা, ‘আমি এসব ভাবছিই না। মানুষের মুখ। তাঁরা এসব বলবেনই। আর হাত ধরে নিয়ে বলব, ‘জি বাংলা’র হাত ধরেছি  এবং ‘ক্রেজি আইডিয়াজ’এর হাতে ছেড়ে দিয়েছি। এবার সব দায়িত্ব স্বর্ণেন্দু সমাদ্দারের। তবে প্রথম হাত ধরেছে চ্যানেল’।

Ranga Bou serial

‘রাঙা বউ’য়ের হাত ধরে শ্রুতি যে ফ্লোরে ফিরলেন, সেখা থেকেই নয়ন হিসেবে পথচলা শুরু হয়েছিল শ্রুতির। এই যাত্রাটা কেমন? পর্দার ‘রাঙা বউ’ বলেন, ‘এখন ফিরে দেখলে মনে হয় তখন চোখ-নাক-কান অনেক কম খোলা ছিল। তখনই বেশ ছিলাম। এখন তো সবকিছু খুলে গিয়েছে। তাই চিত্রগুলিও পরিষ্কার। সমাজমাধ্যমে এত কথা, ফ্যানপেজ ছিল না। কাজ নিয়েই স্রেফ ভাবতাম। এরপর সম্পর্কে জড়িয়েছি। বুঝতেই পারিনি সম্পর্কে জড়ালে এই ইন্ডাস্ট্রিতে কটুক্তি শুনতে হয়। যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে অনেককিছুই ভাবায়। তবে এখন কাজ ছাড়া আর কিছুই ভাবছি না’।

সবশেষে এক বছরের বিরতি শেষে ফেরা নিয়ে মা-বাবার প্রতিক্রিয়া জানিয়ে সাক্ষাৎকার শেষ করেন শ্রুতি। এক বছরের বিরতি শেষে অভিনেত্রী কামব্যাক করায় মা-বাবার প্রতিক্রিয়া কেমন? ‘রাঙা বউ’য়ের জবাব, ‘মা-বাবা ভীষণ খুশি। মা-বাবা জানেন, মেয়ে সৎ পথে থেকেই এই কাজ পেয়েছে। তাই খুব আনন্দিত’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥