• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই শেষ হচ্ছে সিরিয়াল! শেষদিনের শ্যুটিংয়ে কেঁদে ভাসালেন জি বাংলার এই নায়িকা

বাংলা হোক বা হিন্দি, কোনও সিরিয়াল (Bengali Serial) কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকে মেগা। আর টিআরপি (TRP) যদি কমে আসে তাহলে অসময়ে শেষ হয় পথচলা। শীঘ্রই যেমন শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) এক চর্চিত সিরিয়ালের সফর।

চলতি বছর একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল শেষ হতে দেখেছেন দর্শকরা। ‘মিঠাই’, ‘মেয়েবেলা’ থেকে শুরু করে ‘পঞ্চমী’, ‘গাঁটছড়া’- এই বছর কপাল পুড়েছে অনেক ধারাবাহিকের। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে ‘রাঙা বউ’র (Ranga Bou) নাম। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে অন্তিম পর্বের শ্যুটিং।

   

Ranga Bou, Ranga Bou Promo, Ranga Bou Kush and Pakhi

‘ত্রিনয়নী’র পর এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছিল শ্রুতি দাস-গৌরব রায় চৌধুরীর জুটি। পাখি-কুশ রূপে অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিলেন তাঁরা। টিআরপি তালিকাতেও মোটামুটি প্রথম দশের থাকতো ‘রাঙা বউ’র নাম। তবুও একটা সময়ের পর বিদায় জানাতে হয় সকলকেই। এবার যেমন পালা ‘রাঙা বউ’র।

আরও পড়ুনঃ চরম স্বার্থপর! বদনাম হতেই নীলের মুখে ঝামা ঘষে দিল মেঘের বাবা, ফাঁস ধুন্ধুমার পর্ব

ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিংয়ে চোখের জল আটকাতে পারলেন না নায়িকা শ্রুতি দাস (Shruti Das)। অবশ্য শুধু চোখের জল বললে হয়তো একটু ভুল হয়, আসলে কাঁদতে কাঁদতে চোখ-মুখ ফুলিয়ে ফেলেছেন পর্দার পাখি। সেই অবস্থাতেই মেক আপ করে শট দেন তিনি।

Ranga Bou serial Pakhi, Bengali serial heroine colour complexion

সোশ্যাল মিডিয়ায় মেক আপের মুহূর্তের ভিডিও পোস্ট করে শ্রুতি লেখেন, ‘আমি এতটাও মোটা নই যতটা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়েছি’। অভিনেত্রীর এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন নেটিজেনরাও। একজন কমেন্ট করেছেন, ‘আমার খুব পছন্দের সিরিয়াল ছিল। এখন নতুনের অপেক্ষায় রয়েছি, খুব তাড়াতাড়ি ফিরে এসো’।

আরও পড়ুনঃ হু হু করে বাড়বে TRP! অপরাধীকে ধরতে নতুন রূপে জগদ্ধাত্রী, টিভির আগেই ফাঁস চরম উত্তেজনার পর্ব

কয়েকদিন আগেই শ্রুতি জানিয়েছিলেন, ‘রাঙা বউ’ শেষ হওয়ার পর যতদিন পর্যন্ত নতুন কাজ না আসছে ততদিন অবধি তিনি বিরতিতে থাকবেন। অভিনেত্রী লেখেন, ‘হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রোজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথচলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণটা একদিন আমার ক্ষেত্রেও কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো রাঙাবউ টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন’।