সদ্য জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক রাঙা বৌ (Ranga Bou)। এই সিরিয়ালে হাত ধরে দীর্ঘ দেড় বছর পর টিভির পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। আর এই ধারাবাহিকে তার বিপরীতেই নায়ক কুশের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব রায়চৌধুরীকে (Gourab Roychowdhury)।
ধারাবাহিকের শুরু থেকেই দেখা যাচ্ছে প্রত্যন্ত গ্রামের মা মরা মেয়ে পাখি (Pakhi) মামা মামিদের কাছে মানুষ। কিন্তু তারা তাকে ভালোবাসা তো দূরের কথা গা গতরে দিনরাত খাটিয়ে নেওয়ার পাশাপাশি কথায় কথায় লাথি-ঝ্যাঁটা মারতো। অন্যদিকে দেখা গিয়েছে পাখির বাবা রবিন দা নায়ক কুশদের আলতা ফ্যাক্টরিতে কাজ করতেন। সেখানেই মালিকের হাতে চড় খেয়ে অসুস্থ হয়ে মারা গিয়েছিল পাখির বাবা।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন সেই খবরই পাখিকে দিতে গ্রামে গিয়েছিল কুশ। কিন্তু কুশের এক অদ্ভুত ভুলে যাওয়ার রোগ রয়েছে। যার কারণে নানান পরিস্থিতির শিকার হয়ে সে পাখিকে সত্যিটা জানাতে পারেনি। যদিও তার মধ্যেই নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গ্রামের লোকের চাপে পড়ে এক প্রকার বাধ্য হয়েই পাখিকে বিয়ে করেছে কুশ।
অন্যদিকে পাখিকে যেমন তার মামা মামিরা দেখতে পারে না কুশের বাড়িতেও তেমনি তার বাড়ির অর্ধেক লোকেরাই তাকে দুর ছাই করতে থাকে। অথচ দেখতে একেবারে রাজপুত্রের মত এই কুশই যখন শ্যাম বর্ণের গ্রামের মেয়ে পাখিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন তাকে নিয়ে আরো হাসাহাসি শুরু করে দেয় সবাই।
তবে এতদিন পর্যন্ত পাখি জানতো না তার বাবার মৃত্যুসংবাদ। আর সেই সুযোগ নিয়েই পাখি আর কুশের মধ্যে আরও বেশি করে ভুল বোঝাবুঝি তৈরি করতে বেশ কায়দা করেই তার সামনে সত্যিটা এনে দিয়েছে কুশের খুড়তুতো দাদা বৌদিরা। আজকের পর্বেই দেখা গিয়েছে সেই সত্যিটা জানার পরেই মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে পাখি।
মাথায় বাজে পড়ার মতো বাবার মৃত্যু সংবাদ পেয়ে তা সহ্য করতে না পেরে রাগে অপমানে দৌড়ে গিয়ে গঙ্গায় ঝাপ দেয় সে। আর চোখের সামনেই পাখিকে জলে ডুবে যেতে দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে কুশও ঝাঁপ দিয়ে দেয় জলে। অথচ সে নিজেই সাঁতার জানে না। সোশ্যাল মিডিয়ায় চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই পর্বের বেশ কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘বাবার মৃত্যুর খবর জানতে পেরে গঙ্গায় ঝাঁপ দিল পাখি। আর এই পোস্টের কমেন্ট সেকশনে পাখিকে গঙ্গায় ঝাঁপ দিতে দেখে নানা রকম ট্রোলিং শুরু করে দিয়েছেন দর্শকরা। এমনই একজন কমেন্ট সেকশনে লিখেছেন ‘গঙ্গায় ঝাঁপ দিলো ক্যান ??? ও তো পাখি উড়ে চলে গেলেই ল্যাটা চুকে যেত’।