ট্যুইটারের মঞ্চে পপতারকা রিহানাকে (Rihana) বেনজির আক্রমণ করলেও সেই ‘রিহানা’ (Rehana) নামক চরিত্রে অভিনয় করেই বর্তমানে হাসির পাত্র হয়ে পড়েছেন বলি’ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। কৃষি আন্দোলনের সমর্থনে যখন সোচ্চার হচ্ছেন একের পর এক আন্তর্জাতিক তারকা, তখনই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন কঙ্গনা।
এর মধ্যেই কঙ্গনার একটি পুরনো ভিডিও ট্যুইটারে শেয়ার করে অভিনেত্রীকে আরো অপ্রস্তুতিতে ফেলেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)।শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, কঙ্গনা একটি চরিত্রে অভিনয় করছেন যে চরিত্রের নাম ‘রিহানা’। জানা গেছে, দৃশ্যটি ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ (অংশ Upon A Time In Mumbai) ছবির। ওই ছবিতে এসিপি অ্যাগনেল উইলসনের ভূমিকায় অভিনয় করেন রণদীপ ও রিহানার চরিত্রে ছিলেন কঙ্গনা!
साज़िश बहुत बड़ी है ???? #Throwback #OnceUponATimeInMumbai pic.twitter.com/u1MFo5cqkP
— Randeep Hooda (@RandeepHooda) February 4, 2021
ট্যুইটারে ভিডিওতে কঙ্গনাকে ‘প্রখ্যাত পপ গায়িকা রিহানা’ হিসেবে সম্বোধন করা হয়। আর তাতেই ক্যাপশনে রণদীপ লেখেন : এ ষড়যন্ত্র খুবই গভীর। সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি! সূত্রের খবর আপলোড করার পরেই প্রায় ২৪ হাজার মানুষ লাইক করে ফেলেছেন ভিডিওটি।
কমেন্টবক্সে কঙ্গনাকে তুমুল তুলোধনা করছেন নেটিজেনরা। আবার এহেন ভিডিও ছাড়ার প্রতিবাদে রণদীপের বিরুদ্ধে সরব হয়েছেন একদল নেটিজেন। সব মিলিয়ে কৃষি আন্দোলনকে কেন্দ্র করে এমনতর জটিল সময়ের মাঝেও রণদীপের ভিডিওতে সামান্য হাসি ফুটেছে নেটিজেনদের মুখে।