• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌকে কে না ভয় পায়! দিপীকার রাগী লুক দেখে ভয়ে জুজু রণবীর সিংও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা রণবীর সিং। বর্তমান তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় রণবীর দীপিকার জুটি। তাই অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন বরাবরই শিরোনামে থাকেন থেকে এই সেলিব্রিটি জুটি। রিল লাইফ হোক কিংবা রিয়েল লাইফ টিভির পর্দায় তাদের উপস্থিতি বরাবরই নজর কাড়ে দর্শকদের।

উল্লেখ্য রনবীর দীপিকা এখন পরস্পরের স্বামী-স্ত্রী। আজ থেকে ৪ বছর আগে ২০১৮ সালে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। তবে বিয়ের আগে বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করেছেন রনবীর দীপিকা। রণবীর বরাবরই প্রাণ খোলা হাসি ঠাট্টায় মেতে থাকেন। অন্যদিকে তুলনামূলক ভাবে দীপিকা একটু কড়া প্রকৃতির।

   

Ranveer Deepika

উল্লেখ্য মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেলিব্রেটিদের নানান ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।সেখানে দেখা যাচ্ছে বাজিরাও মাস্তানির প্রেস ইভেন্টে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বারবার বাধা পেয়ে দীপিকা একবারে কটমট করে তাকিয়ে পড়েন রণবীরের দিকে।

Ranveer Singh,রনবীর সিং,Deepika Padukone,দীপিকা পাডুকোন,Bajirao Mastani,বাজিরাও মাস্তানি,Press Event,প্রেস ইভেন্ট,Angry Look,রাগী লুক

ব্যাস একটা লুকেই কাৎ। দীপিকার ওই একটা লুকই যথেষ্ট রণবীরের মুখ বন্ধ করে দিতে। ঘটনাটি ২০১৫ সালের। তখন অবশ্য বিয়ে হয়নি রনবীর দীপিকার। সেসময় বাজিরাও মাস্তানি মুক্তির সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিলেন দীপিকা। কিন্তু সেসময় তিনি বারবার সহ অভিনেতা রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়ার কথায় বাধা পাচ্ছিলেন। দীপিকার কথা শেষ হওয়ার আগে উত্তেজিত রণবীর প্রিয়াঙ্কাকে মঞ্চে ডাকছিলেন ।

এইভাবে পরপর ৩ বার বাধা পেয়ে শেষমেশ প্রচন্ড রেগে গিয়ে রণবীরের দিকে কিছু করে তাকান দীপিকা। দিপীকার সেই লুক দেখে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায় রনবীর। এরপর নিজে চুপ করে গিয়ে দীপিকাকে বলতে বলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এমনই একজন লিখেছেন বচ্চনের জনপ্রিয় ডায়লগ ‘কেহ দিয়া না বাস কেহ দিয়ার মহিলা সংস্করণ।’

site