• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের আবদার পূরণে রাত ২টোর সময়েই শুরু, রণবীর-আলিয়ার কীর্তি ভাইরাল নেটপাড়ায়

Published on:

Ranbir Kapoor Starts pleasing Alia Bhatt at 2am after coming from kolkata

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। প্রায় ৫ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর গত বছর এপ্রিলে গাঁটছড়া বেঁধেছেন দু’জনে। নভেম্বরে জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তান রাহা ভাট কাপুরের। কাজ এবং সন্তান নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ জুটি। তবে এসবের মাঝেও কিন্তু স্ত্রীয়ের জন্য ঠিক সময় বের করে নেন মিস্টার কাপুর। আলিয়াকে বিশেষ অনুভব করানোর একটি সুযোগও ছাড়েন না তিনি।

রণবীর এমন একজন অভিনেতা যিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) নেই। সামাজিক মাধ্যম থেকে শত হাত দূরে থাকতেই পছন্দ করেন তিনি। অপরদিকে আলিয়া আবার সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। জীবনের নানান মুহূর্তের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। সম্প্রতি যেমন মিসেস কাপুরের শেয়ার করা একটি পোস্টই নজর কেড়েছে নেটিজেনদের। Ranbir Kapoor,Alia Bhatt,Ranbir Kapoor Alia Bhatt,Bollywood,couple,gossip,Bollywood gossip,entertainment,রণবীর কাপুর,আলিয়া ভাট,রণবীর কাপুর আলিয়া ভাট,বলিউড,গসিপ,বলিউড গসিপ,বিনোদন,Ranbir Kapoor clicks Alia Bhatt’s picture

আমরা জানি, ২০২২ সাল আলিয়ার দারুণ কেটেছে। কাজ এবং ব্যক্তিগত জীবন- দু’দিক থেকেই একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি। বয়কটের সিজনেও আলয়ার ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। ব্লকবাস্টার ‘আরআরআর’এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া আলিয়ার ‘ডার্লিংস’ও আদায় করে নিয়েছিল ব্যাপক প্রশংসা।

সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে নিজের পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন আলিয়া। অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ড হাতে একটি ছবিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবিটি শেয়ার করে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং সম্পূর্ণ ‘গাঙ্গুবাঈ’ টিমকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গেই আলাদাভাবে উল্লেখ করেন স্বামী রণবীরের নামও।

Ranbir Kapoor and Alia Bhatt, Ranbir Kapoor clicks Alia Bhatt's picture

অ্যাওয়ার্ড হাতে ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘গাঙ্গু ভালোবাসা। ধন্যবাদ এই সম্মানের জন্য। সঞ্জয় লীলা ভন্সালী স্যার, আমি আপনার কাছে কতখানি কৃতজ্ঞ তা শব্দের মাধ্যমে ব্যাখা করতে পারব না। রাত ২টোর সময় ধৈর্য ধরে আমার ছবি তুলে দেওয়ার জন্য আলাদাভাবে আমার স্বামীর নাম নিতেই হবে’।

Alia Bhatt thanked Ranbir Kapoor, Ranbir Kapoor clicked Alia Bhatt's picture

প্রসঙ্গত উল্লেখ্য, রণবীর এবং আলিয়া দু’জনেই এই মুহূর্তে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। শীঘ্রই মুক্তি পেতে চলেছে রণবীরের আগামী সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এরপর তাঁকে ‘অ্যানিমাল’এ দেখা যাবে। অপরদিকে আলিয়াকে দেখা যাবে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥