সাম্প্রতিক অতীতে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) এবং ‘রক্ষা বন্ধন’এর (Raksha Bandhan) নামও রয়েছে সেই তালিকায়। এই দুই ছবি মুক্তির আগেই উঠেছিল বয়কটের ডাক। এবার সেই তালিকায় নাম তুলল রণবীর কাপুরের (Ranbir Kapoor) আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)।
আগামী সেপ্টেম্বর মাসে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। বহুপ্রতীক্ষিত এই সিনেমার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তবে এবার সেই ছবিকেও বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। বয়কটের (Boycott) কারণ হিসেবে দেওয়া হয়েছে একাধিক যুক্তি।
প্রথম কারণ হিসেবে যা দেখানো হয়েছে তা হল, হিন্দু দেবদেবীদের অপমান। আমির খানের ‘পিকে’ ছবিতে ঋষি পুত্র হিন্দু দেবদেবীর অপমান করেছে বলা দাবি করা হচ্ছে। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরাও রণবীরের ওপর বেশ চটে আছেন। তাঁদের বক্তব্য, রণবীরের মতো তারকা সন্তানদের জন্যই কোনোদিন যোগ্য মর্যাদা পাননি সুশান্ত।
এছাড়াও রণবীরের একটি পুরনো ছবিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যা দেখিয়ে অভিনেতাকে ‘নেশাখোর’ বলে সম্বোধন করেছেন নেটিজেনদের একাংশ। সঙ্গে এও বলা হচ্ছে যে, একজন ‘নেশাখোর’ অভিনেতা কোনোদিন পর্দায় শিব ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারেন না। এতে ভগবান শিবেরই অপমান করা হয়।
তবে শুধুমাত্র রণবীরের জন্য নয়, ছবির আর এক তারকা অমিতাভ বচ্চনের ওপরও নেটিজেনদের একাংশ বেশ চটে আছেন। ‘বিগ বি’ একবার তাঁর শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে হিন্দু ধর্মের ঘোমটা দেওয়ার রীতিকে ‘পিছিয়ে পড়া’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু মুসলিম ধর্মাবলম্বীদের হিজাব কিংবা বোরখা পরা নিয়ে কিছু বলেননি। সেই কারণে অমিতাভের বিরুদ্ধেও উঠেছে হিন্দু ধর্মকে অপমান করার গুরুতর অভিযোগ।
এই দুই তারকার পাশাপাশি ছবির নায়িকা আলিয়া ভাটের মা সোনি রাজদানের একটি পুরনো ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে নাকি অভিনেত্রী বলেছিলেন, পাকিস্তানে থাকতে পারলে তিনি বেশি খুশি হবেন। আর ব্যাস, তাতেই চটে গিয়েছে নেটিজেনদের একাংশ।
তবে নেটদুনিয়ায় যতই বয়কটের ডাক উঠুক না কেন, ‘ব্রহ্মাস্ত্র’ তারকাদের অনুরাগীদের বক্তব্য ব্লকবাস্টার হতে চলেছে এই সিনেমাটি। শুধু তাই নয়, এই সিনেমার হাত ধরেই নাকি আবার ঘুরে দাঁড়াবে বলিউড। এবার দেখার, তাঁদের সেই বক্তব্য সত্যি হয় কিনা।