• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের সাথে কেচ্ছা! ইন্ডাস্ট্রিতে এই ৭ তারকার সাথে সম্পর্ক তলানিতে রণবীর কাপুরের

Published on:

Govinda,গোবিন্দা,Anurag Basu,অনুরাগ বসু,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Ranveer Singh,রণবীর সিং,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Rishi Kapoor,ঋষি কাপুর,Salman Khan,সালমান খান

বর্তমানে বলিউডের অন্যতম হার্টথ্রব রণবীর কাপুর। দেশের অসংখ্য তরুণী কাপুর পরিবারের এই স্টার কিডের স্বপ্নে মশগুল। বলিউডের ‘রকস্টার’ বহুদিন আগেই প্রমাণ করেছেন অভিনয় তাঁর রক্তেই বইছে। তাই কেরিয়ারের শুরুটা চূড়ান্ত ফ্লপ হলেও এখন তিনি বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা। তবে ইন্ড্রাস্ট্রিতে শুধু রণবীরের প্রেমিকার তালিকাই নয় আড়ে বহরে বেড়ে চলেছে তাঁর শত্রুদের তালিকাও। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো এমনই ৭ সেলিব্রেটিদের তালিকাই দেওয়া হল।

১) গোবিন্দা (Govinda)

জগ্গা জাসুস সিনেমা চলাকালীনই গোবিন্দা আর রণবীর কাপুরের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আজও একইরকম আছে। যদিও পরবর্তীতে রণবীর গোবিন্দার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

Govinda,গোবিন্দা,Anurag Basu,অনুরাগ বসু,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Ranveer Singh,রণবীর সিং,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Rishi Kapoor,ঋষি কাপুর,Salman Khan,সালমান খান

২) অনুরাগ বসু (Anurag Basu)

বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ বসুর সাথেও জগ্গা জাসুস সিনেমার শুটিং চলাকালীন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন রণবীর। আসলে পরিচালক ছবি মুক্তির দিন অনেক দেরীতে পিছিয়ে দিয়েছিলেন। সেই কারণেই অনুরাগের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন রণবীর।

Govinda,গোবিন্দা,Anurag Basu,অনুরাগ বসু,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Ranveer Singh,রণবীর সিং,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Rishi Kapoor,ঋষি কাপুর,Salman Khan,সালমান খান

৩) সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)

পরিচালক সঞ্জয় লীলা বনসালীর (Sanjay leela bansali) ‘সওয়ারিয়া’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন রণবীর। তবে বর্তমানে তাঁদের মধ্যে চলতে থাকে ঠান্ডা লড়াই। সম্প্রতি পরিচালক তাঁর আসন্ন সিনেমা ‘বৈজু বাওড়া’তে রণবীরকে কাস্ট করতে চেয়েছিলেন।কিন্তু রণবীর তাতে রাজী হননি।

Govinda,গোবিন্দা,Anurag Basu,অনুরাগ বসু,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Ranveer Singh,রণবীর সিং,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Rishi Kapoor,ঋষি কাপুর,Salman Khan,সালমান খান

৪) রণবীর সিং (Ranveer Singh)

বি টাউনে কান পাতলে শোনা যায় ইন্ড্রাস্ট্রিতে দুই রণবীর অর্থাৎ রণবীর কাপুরের সাথে রণবীর সিংয়ের সবসময়ই কম্পিটিশন চলতে থাকে। দুজনের মধ্যে সর্বক্ষণ ঠান্ডা লড়াই চলতে থাকে। কিন্তু একাধিকবার এই জল্পনাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন তাঁরা।

Ranvir Singh রণবীর সিং

৫) ঋষি কাপুর(Rishi Kapoor)

একটা সময় এমন ছিল যখন রণবীর নিজের বাবা ঋষি কাপুরকেই নিজের সবচেয়ে বড় শত্রু ভাবতেন। সংবাদমাধ্যমের খবরে একাধিকবার দাবি করা হয়েছে একসময় ঋষি কাপুরের সাথে নীতু কাপুরের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। সেই সময়েই রণবীরের চোখে তাঁর বাবা ভিলেন হয়ে গিয়েছিলেন।যদিও পরবর্তীতে তাঁদের সম্পর্কের উন্নতি হয়েছিল।

Govinda,গোবিন্দা,Anurag Basu,অনুরাগ বসু,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Ranveer Singh,রণবীর সিং,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Rishi Kapoor,ঋষি কাপুর,Salman Khan,সালমান খান

৬) ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

ব্রেক আপের পর ক্যাটরিনা রণবীরের সাথে জগ্গা জাসুস সিনেমা প্রমোট করতে চায়নি। সেসময় রণবীর ক্যাটরিনাকে অদ্ভুত পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন

Katrina Kaif Sad

 

৭) সালমান খান (Salman Khan)

সালমান খান আর রণবীর কাপুরের মধ্যে বিবাদের কারণ হলেন তাঁদের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। একবার তো সালমান খান রণবীর কাপুরকে চড় পর্যন্ত কষিয়ে দিয়েছিলেন।

Salman Khan সালমান খান

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥