• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতের গর্ব! বাংলার ছেলে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করলেন রণবীর কাপুর, নিমেষে ভাইরাল ভিডিও

Published on:

Ranbir Kapoor touches Arijit Singh’s feet in his Chandigarth concert

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ইলাহি’ থেকে শুরু করে ‘চান্না মেরেয়া’, ‘দেবা দেবা’- রণবীর কাপুর (Ranbir Kapoor)-অরিজিৎ সিং (Arijit Singh) জুটি যে কত আইকনিক গান উপহার দিয়েছে তা গুনে শেষ করা যাবে না। রোম্যান্টিক ট্র্যাক হোক বা স্যাড সং- অরিজিতের কণ্ঠে রণবীরের গান মানেই তা সুপারহিট। শীঘ্রই রিলিজ করতে চলেছে অভিনেতার নতুন ছবি ‘অ্যানিমাল’ (Animal)। সেখানেও ‘সাতরঙ্গা’ গানটি গেয়েছেন এই বাঙালি গায়ক।

অরিজিৎ-রণবীরের জুটি যেমন কাজের ক্ষেত্রে বাম্পার হিট, তেমনই ব্যক্তিগত জীবনেও এই দুই তারকার সম্পর্ক ভীষণ ভালো। সঙ্গীতশিল্পী হিসেবে বঙ্গ তনয়কে প্রচণ্ড শ্রদ্ধা করেন ঋষি-পুত্র। অপরদিকে অভিনেতা হিসেবে রণবীরকে প্রচণ্ড পছন্দ গায়কের। সম্প্রতি এই দুই তারকার পারস্পরিক শ্রদ্ধার ঝলক দেখলো নেটপাড়া।

Ranbir Kapoor touches Arijit Singh’s feet

দিন কয়েক আগে চণ্ডীগড়ে শো (Chandigarh Concert) করতে গিয়েছিলেন অরিজিৎ। মঞ্চে দাঁড়িয়ে গিটার হাতে ‘অ্যানিমাল’র ‘সাতরঙ্গা’ গানটিই গাইছিলেন তিনি। সেই সময় আচমকা মঞ্চে হাজির হন নায়ক রণবীর। অরিজিৎ তাঁকে দেখে এগিয়ে যেতেই গায়কের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিনেতা।

রণবীরের এমন বিনয়ী আচরণ দেখে প্রথমে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন অরিজিৎ। এরপর অভিনেতাকে সঙ্গে নিয়ে মঞ্চের একেবারে সামনে চলে যান তিনি। দর্শকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় রণবীরকে। এরপর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র আইকনিক গান ‘চান্না মেরেয়া’ গাইতে শুরু করেন বঙ্গ তনয়।

Ranbir Kapoor touches Arijit Singh’s feet

কোমর দুলিয়ে অরিজিতের যোগ্য সঙ্গত দেন রণবীর। মঞ্চ থেকে ফিরে যাওয়ার সময় ফের মাথা নীচু করে একে অপরকে অভিবাদন জানাতে দেখা যায় রণবীর এবং অরিজিৎকে। বলিউডের এই দুই শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা দেখে আপ্লুত হয়ে গিয়েছে নেটপাড়া।


প্রসঙ্গত, অরিজিতের চণ্ডীগড়ের শোয়ে নিজের আসন্ন ছবি ‘অ্যানিমাল’র প্রোমোশন করতে গিয়েছিলেন রণবীর। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। রণবীর ছাড়াও সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওলের মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥