• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু ইংরেজিটাই পারে, বাস্তবে স্কুলের গণ্ডিও টপকায়নি কাপুর পরিবারের কেউ! ফাঁস করলেন রণবীর

Published on:

Ranbir Kapoor revealed almost no one completed school education

বলিউডের নামী কপুর পরিবারের সদস্য হলেন রণবীর কাপুর(Ranbir Kapoor)। এখন তিনি নিজের আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচার চালাচ্ছেন। সেই প্রচার চালানোর সময়েই নিজের পরিবার নিয়ে একটি গোপন কথা ফাঁস করেছেন ঋষি কাপুরের পুত্র। তিনি জানিয়েছেন, কাপুর পরিবারের (Kapoor Family) সবচেয়ে শিক্ষিত সদস্য হলেন তিনি। কিন্তু বাকি সকলের শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনি চমকে উঠবেনই।

সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রচার চালানোর সময় নামী একজন নামী ইনফ্লুয়েন্সারের সঙ্গে কথা বলছিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় ‘রাজু কি মাম্মি’র চরিত্রে অভিনয় করা ডলি সিংয়ের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেতা জানান, তাঁর পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য হলেন তিনি। বাকি কেউ স্কুলের গণ্ডি পর্যন্ত টপকাতে পারেনি।

Ranbir Kapoor

রণবীর বলেন, কাপুর পরিবারের প্রথম সদস্য হিসেবে উনি দশম শ্রেণির পরীক্ষা পাশ করেছিলেন। সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হওয়ার পর পরিবারের তরফ থেকে তাঁর জন্য একটি বিশাল বড় পার্টির আয়োজন করা হয়েছিল। এরপর ডলি তাঁকে জিজ্ঞেস করেন, দশম শ্রেণির পর তিনি অঙ্ক নাকি বিজ্ঞান- কোন বিষয় বেছে নিয়েছিলেন। জবাবে ঋষি-পুত্র জানান, তিনি অ্যাকাউন্টস বেছে নেন। সঙ্গে এও জানান, তিনি পড়াশোনায় খুবই দুর্বল ছিলেন।

বড় পর্দার ‘সঞ্জু’ এরপর জানান, দশম শ্রেণির পরীক্ষায় তিনি ৫৩.৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। অভিনেতার কোথায়, ‘আমার রেজাল্ট আসার পর আমার পরিবারের সদস্যরা এতই খুশি হয়েছিলেন যে আমার জন্য একটি বড় পার্টির আয়োজন করেছিলেন। ওনারা ভাবেননি আমি পাশ করব। আমি আমার পরিবারের প্রথম ছেলে হিসেবে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছিলাম’।

Ranbir Kapoor রণবীর কাপুর

এর আগে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, ‘পড়াশোনার বিষয়ে আমার পরিবারের ইতিহাস খুব একটা ভালো নয়। আমার বাবা অষ্টম শ্রেণি পাশ করতে পারেনি। আমার কাকা নবম শ্রেণির ফেল করেন। আমার দাদু ষষ্ট শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। আসলে আমি আমার পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য’।

রণবীর এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ২০১৮ সালে ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করার পর ফের এই ছবিতে দেখা যাবে তাঁকে। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥