গত কয়েকসপ্তাহ ধরেই শোনা যাচ্ছে ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে (Sourav Ganguly biopic) অভিনয় করছেন বলিউড (Bollywood) সুপারস্টার রণবীর কাপুর (Ranbir Kapoor)। সম্প্রতি দুই তারকাকে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখার পর থেকে সেই জল্পনা আরও তীব্র হয়েছে। জানা গিয়েছে, লাভ রঞ্জনের প্রোডাকশন হাউসের তরফ থেকে রণবীরকেই বাছা হয়েছে পর্দার সৌরভ (Sourav Ganguly) হিসেবে। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা নিজে।
গত সপ্তাহেই লাভ ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছিল, রণবীর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhoothi Main Makkar) ছবি রিলিজের পরই সৌরভের বায়োপিকের কাজ শুরু হবে। তবে মুখ্য চরিত্রে কাকে নেওয়া হবে সেই বিষয়ে কিছু জানায়নি। তবে এবার রণবীর নিজেই এই বিষয়ে মুখ খুললেন। সেই সঙ্গেই ভূয়সী তারিফ করলেন ‘দাদা’রও।
রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর। সেখানেই সৌরভের বায়োপিক নিয়ে মুখ খোলেন অভিনেতা। হিন্দুস্থান টাইমসে রণবীরকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘আমার মনে হয় দাদা (সৌরভ গাঙ্গুলী) একজন কিংবদন্তি চরিত্র। শুধু ভারতেরই নয়, সমগ্র বিশ্বের। ওনার ওপর বায়োপিক তৈরি হলে সেটি সত্যিই বিশেষ হবে’।
এরপরই দুঃখ করে রণবীর বলেন, তাঁর কাছে সৌরভের বায়োপিকের কোনও অফার এখনও পর্যন্ত আসেনি। অভিনেতার কথায়, ‘দুর্ভাগ্যবশত, আমায় এখনও এই ছবি অফার করা হয়নি। আমার মনে হয়, লাভ ফিল্মসের নির্মাতারা এখনও চিত্রনাট্যের ওপর কাজ করছে’।
তবে সৌরভের বায়োপিক না হলেও রণবীর জানান তিনি কিংবদন্তি কিশোর কুমারের বায়োপিকে কাজ করছেন। ঋষি-পুত্র বলেন, ‘আমি ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের ওপর কাজ করছি। আমরা অনুরাগ বসুর সঙ্গে এই নিয়ে লেখালেখি করছি এবং আমি আশা করছি এটি আমার পরবর্তী বায়োপিক হতে চলেছে। কিন্তু দাদার ওপর যে বায়োপিক হচ্ছে সেই বিষয়ে এখনও অবধি আমি কিছু শুনিনি। তাই আমি জানি না’।
প্রসঙ্গত উল্লেখ্য, রণবীরকে এরপর লাভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মক্কার’এ দেখা যাবে। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে ‘অ্যানিমাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানা এবং বলিউড অভিনেতা অনিল কাপুর।