রণবীর কাপুর (Ranbir Kapoor) এমন একজন অভিনেতা (Actor) যিনি বহুবার বিতর্কে জড়িয়েছেন। কাজের থেকে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চা কেন্দ্রে উঠে এসেছেন তিনি। গত বছর যেমন পাকিস্তানি সিনেমায় (Pakistani films) কাজ করার ইচ্ছাপ্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন তাঁর দেশপ্রেম নিয়েও। সম্প্রতি সেই বিতর্ক প্রসঙ্গেই সাফাই গাইলেন রণবীর।
গত বছর সৌদি আরবে আয়োজিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা। সেখানে একজন পাকিস্তানি পরিচালক (Pakistani director) তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তিনি পাকিস্তানি টিমের সঙ্গে কাজ করতে ইচ্ছুক কিনা। জবাবে রণবীর বলেছিলেন, ‘অবশ্যই স্যার। আমার মনে হয় না শিল্পী এবং শিল্পের কোনও সীমানা হয়’। অভিনেতার এই বক্তব্য নিয়ে সেই সময় প্রবল বিতর্ক হয়েছিল।
দেখতে দেখতে বেশ কয়েকমাস কেটে গেলেও সেই বিতর্ক থামেনি। সম্প্রতি চণ্ডীগড়ে নিজের আসন্ন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’এর প্রোমোশনে গিয়েছিলেন রণবীর। সেখানে ফের তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়। জবাবে অভিনেতা বলেন, ‘আমার মনে হয় আমার বক্তব্যের মানে কেউ কেউ ভুল বুঝেছেন’।
রণবীরের সংযোজন, ‘আমি একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম এবং সেখানে প্রচুর পাকিস্তানি পরিচালক ছিলেন। আমায় অনেকেই জিজ্ঞেস করছিলেন, ‘যদি তোমায় একটা ভালো চিত্রনাট্য অফার করা হয়, তুমি কি সিনেমাটা করবে?’ আমি কোনও ভাবেই চাইনি বিষয়টা বিতর্কিত হোক’।
রণবীরের কথায়, তাঁর মনে হয় না খুব বেশি বিতর্কিত কিছু ঘটেছিল। ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা বলেন, ‘আমার মনে হয় না এত বড় বিতর্কও হয়েছিল… আমি ফাওয়াদের (খান) সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিলে কাজ করেছি। আমি পাকিস্তানের বহু শিল্পীকে চিনি। রাহাত (ফতেহ আলি খান) এবং আতিফ আসলাম দুর্দান্ত গায়ক এবং হিন্দি সিনেমায় তাঁদের অবদান প্রচুর। আমার মনে হয় না সিনেমাকে কোনও সীমানা দিয়ে আটকে রাখা সম্ভব’।
যদিও রণবীর এও বলেছেন, দেশের চেয়ে বড় কোনও কিছুই হতে পারে না। অভিনেতার কথায়, ‘অবশ্যই শিল্পের সম্মান করা উচিত। তবে শিল্প নিজের দেশের চেয়ে বড় হতে পারে না। তাই তোমার দেশের সঙ্গে যদি কারোর সুসম্পর্ক না থেকে থাকে, তাহলে দেশকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত’।