• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটি তাবড় তাবড় নায়িকাদের মন ভেঙেছেন! দেখুন তো চেনেন কিনা এই হিরোকে

ranbir kapoor,bollywood,gossip,ranbir kapoor childhood picture,রনবীর কাপুর,গসিপ,রনবীর কাপুরের ছোটবেলার ছবি

এই মুহুর্তে বলিউডের সুদর্শন পুরুষ হিসেবে প্রথমেই উঠে আসে তার নাম। তাকে বলিপাড়ার চকোলেট বয় বলেও কিন্তু ডাকা হয়৷ বিখ্যাত স্টারকিড তিনি। বেশ কয়েকদিন পর্দায় দেখা না গেলেও একটা সময় বিশাল বিশাল হিট ছবি উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয় বলিউডের টপ টপ নায়িকাদের সাথে একসময় সম্পর্কেও জড়িয়েছেন তিনি।

ছেলেবেলা থেকেই তার ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার। আর শুধু তাই নয় তার বাবাও ছিলেন বলিউডের এক্কেবারে জনপ্রিয় অভিনেতা৷ সব মিলিয়ে খুব অল্প বয়সেই তিনি অভিনয় জগতে পা রাখেন। সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতার একটি ছোটবেলার ছবি। যা দেখে আপনার চটকে দিতেও ইচ্ছে করতে পারে, কারণ ছবিতে অভিনেতাকে এতটাই মিষ্টি লাগছে।

ranbir kapoor,bollywood,gossip,ranbir kapoor childhood picture,রনবীর কাপুর,গসিপ,রনবীর কাপুরের ছোটবেলার ছবি

দেখুন তো চিনতে পারছেন কিনা অভিনেতাকে। নাম বললে এক্ষুনি হয়ত কপাল চাপড়াবেন। আর দেরী না করে বলেই দিই ছবির এই পুচকে আর কেউ নয় তিনি হলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor) এবং অভিনেত্রী নীতু সিং(Neetu Singh)-এর একমাত্র পুত্র রণবীর কাপুর (Ranbir Kapoor)।

ranbir kapoor,bollywood,gossip,ranbir kapoor childhood picture,রনবীর কাপুর,গসিপ,রনবীর কাপুরের ছোটবেলার ছবি

অনেক মেয়েদের ক্রাশ হলেন রণবীর, তাছাড়া বলিউডের চকলেট বয় বা প্লেবয় নামে বিখ্যাত অভিনেতা। যেমন দেখতে তেমনি অভিনয় নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতা আর কিলার লুক দিয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিতে সক্ষম হয়েছেন অভিনেতা। আর শুধু দর্শক কেন সুন্দরী নায়িকাদের মনেও নিজের জায়গা দখল করেছেন রণবীর। এই কারণেই বলিউডের একাধিক অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে সময়ে সময়ে। বর্তমানে বিখ্যাত বলিউডের পরিচালক মহেশ ভাট কন্যা আলিয়া ভাটের (Alia Bhatt) সাথে সম্পর্কে রয়েছেন রণবীর। দুজনের প্রেমের সম্পর্ক নাকি বিয়েতে পরিণত পেয়ে যেত এ বছরই যদি করোনা থাকতো।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥