গতবছর থেকেই বিটাউনে একের পর এক বিয়ের লম্বা লাইন পড়ে গিয়েছে। সব ঠিক থাকলে এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একজোড়া চর্চিত নাম। বলিউডের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে একটাই খবর। এমনিতে বিটাউনে বেশ অনেকদিন ধরেই রনবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) প্রেম একপ্রকার ওপেন সিক্রেট।
আর এবার একেবারে পাকাপাকিভাবেই কাপুর পরিবারের পুত্রবধূ হতে চলেছেন মহেশ ভাট কন্যা আলিয়া। হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই আগামী ১৭ এপ্রিল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের অন্যতম এই চর্চিত জুটি । এখনও পর্যন্ত যা খবর রণবীর কাপুরের পৈতৃক বাড়ি অর্থাৎ আর কে হাউসেই বসবে আলিয়া ও রণবীরের জমকালো বিয়ের আসর।
আরকে আর আলিয়ার বিয়ে বলে কথা! তাই তাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। ইতিমধ্যেই মধ্যে ফাঁস হয়েছে আলিয়া ও রণবীরের বিয়ের অতিথি তালিক। জানা গিয়েছে বিয়েতে বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর! আর এবার শোনা যাচ্ছে আলিয়া ও রণবীরের হানিমুনের (Honeymoon) গুঞ্জন। সূত্রের খবর পাহাড় কিংবা সমুদ্র নয় এই সেলিব্রেটি জুটি তাদের হানিমুনের জন্য বেছে নিয়েছেন জঙ্গলে ঘেরা দক্ষিণ আফ্রিকা (South Africa)।
প্রসঙ্গত কিছুদিন আগেই চলতি বছরের একেবারে শুরুতেই বর্ষবরণ করতে আলিয়াকে সঙ্গে নিয়ে কেনিয়ার মাসাই মারার জঙ্গল সাফারিতে বেরিয়েছিলেন আর কে। ইনস্টাগ্রামে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন আলিয়া। আফ্রিকার জঙ্গল সাফারি এই জুটির এতটাই পছন্দ হয়েছে যে একবার গিয়ে মনের স্বাদ মেটেনি তাদের। তাই বিয়ের পর হানিমুনের জন্যও রণবীর, আলিয়ার ডেস্টিনেশন হতে চলেছে সেই আফ্রিকাই।
তবে হানিমুন তো দূরের কথা বিয়ের গুঞ্জন নিয়েও এখনও পর্যন্ত মুখ খোলেননি রণবীর বা আলিয়া কেউই। আসলে ঘনিষ্ঠ সূত্রের খবর বিগত বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ আলিয়ার দাদু এন রাজদান। তাই শেষ বয়সে এএসে অন্তত নাতনির বিয়ে টুকু দেখে যেতে চান তিনি। নাতজামাই হিসেবে রণবীরকেও তাঁর ভীষণ পছন্দ। সেই কারণেই তড়িঘড়ি এই বিয়ের আয়োজন করেছেন দুই পরিবার।