কাপুর পরিবারে এখন খুশির হাওয়া বইছে। গত রবিবারই বাড়ির খুদে সদস্য এসেছে। রণবীর কাপুর (Ranbir Kapoor)-আলিয়া ভাটের (Alia Bhatt) ঘর আলো করে এসেছে এক ছোট্ট পরী। ঠাকুমা নীতু কাপুর থেকে শুরু করে দাদু-দিদিমা মহেশ ভাট-সোনি রাজদান-প্রত্যেকে আপাতত ‘রণলিয়া’র মেয়েকে নিয়েই ব্যস্ত আছেন।
রণবীর-আলিয়ার মেয়ে (Ranbir Alia’s daughter) যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্ভ্রান্ত কাপুর পরিবারের পুঁচকে রাজকন্যা সে। প্রত্যাশা মতোই তাই জন্মের ৪ দিনের মাথাতেই এক এলাহি বাড়ি পেয়ে গেল রণলিয়ার মেয়ে!
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই খবর। জানা গিয়েছে, হাসপাতাল থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে ঋষি এবং নীতুর কৃষ্ণা রাজ বাংলোয় (Krishna Raj Bungalow) উঠবেন রণবীর এবং আলিয়া। অনেক দিন ধরেই এই বাংলোর কাজ চলছিল। তবে শোনা যাচ্ছে, সম্পন্ন হয়ে গিয়েছে সেই কাজ। তাই মেয়েকে নিয়ে নিজেদের নতুন আস্তানাতেই উঠবেন বি টাউনের এই তারকা জুটি।
কাপুর পরিবারের তরফ থেকে ছোট্ট পরীকে স্বাগত জানানোর সকল প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নয় তলার কৃষ্ণা রাজ বাংলো তো এখন ‘রণলিয়া’র মেয়েরই! জানা যাচ্ছে, এলাহি এই বাংলোর এক তলায় নীতু, আর এক তলায় রণবীর-আলিয়া এবং তাঁদের মেয়ে থাকবেন। এছাড়াও ‘রণলিয়া’র মেয়ের জন্য আলাদা করে একটি ফ্লোর রাখা হয়েছে। এক তলা ঋদ্ধিমা এবং তাঁদের ছেলেমেয়েদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
বাকিগুলির মধ্যে একটি ফ্লোরে রণবীর-আলিয়ার অফিস থাকবে। সেখানে বসে তাঁরা ছবির চিত্রনাট্য শুনবেন। ঋষি কাপুরের জন্যেও বাড়ির একটি অংশ রাখা হয়েছে। আর বাকি ফ্লোরগুলিতে প্রমোদের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।
চলতি বছরটা যদি ‘রণলিয়া’র বছর বলা হয় তাহলে একেবারেই অত্যুক্তি হবে না। এই বছর পরিণতি পেয়েছে তাঁদের প্রেম। আবার এই বছরই তাঁদের পরিবারে এসে গিয়েছে ফুটফুটে কন্যা। আপাতত রণবীর-আলিয়া সদ্য মা-বাবা হওয়াটাকে চুটিয়ে উপভোগ করছেন।