চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের নামী জুটি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের দু’মাসের মাথায় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেন অভিনেত্রী। এরপর থেকেই তাঁদের ‘বিয়ের আগের হানিমুন’ নিয়ে নেটিজেনদের চর্চা চরমে উঠেছিল।
যদিও সেসবকে একেবারেই পাত্তা দেননি ‘রণলিয়া’ জুটি। প্রথম সন্তানের আগমন এবং কাজ নিয়ে ব্যস্ত দু’জনে। তবে এসবের মাঝে একটু ফাঁকা সময় পেয়েই ‘বেবিমুন’এ (Babymoon) ছুটলেন বি টাউনের এই তারকা জুটি। সম্প্রতি সেখান থেকে একটি ছবিও শেয়ার করেছেন হবু মা আলিয়া।

গত ৫ আগস্ট মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘ডার্লিংস’। এই মুহূর্তে নায়িকার খুব একটা কাজের চাপও নেই। অপরদিকে ‘শামশেরা’ মুক্তির পর রণবীরেরও কাজের চাপ খানিকটা কমেছে। তাই এর চেয়ে সুবর্ণ সুযোগ আর মিলতে পারে না। ‘রণলিয়া’ এই ছোট্ট বিরতি পেতেই ইটালিতে ছুটেছেন ‘বেবিমুন’ সেলিব্রেট করতে।

যদিও রণবীর কিংবা আলিয়া কেউই তাঁদের ‘বেবিমুন’ সম্বন্ধে কাউকে কিছু জানাননি। এই তথ্য ফাঁস করেছেন বি টাউনের আর এক অভিনেত্রী এবং হবু মা সোনম কাপুর। আসলে সম্প্রতি আলিয়া ইনস্টাগ্রামে নিজের একটি ‘সানকিসড’ ছবি শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই সূর্যের আলোর জন্য আমি খুবই কৃতজ্ঞ। এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ’।

রণবীর ঘরণীর সেই মিষ্টি ছবিতে কমেন্ট করে সোনম লেখেন, ‘আমিও নিজের বেবিমুনের জন্য ওখানেই গিয়েছিলাম। এটা সত্যিই সবচেয়ে ভালো জায়গা। অনেক মজা করো’। আর ব্যাস, তাতেই ‘রণলিয়া’ জুটির ‘বেবিমুন’এ যাওয়ার কথা সর্বসমক্ষে ফাঁস হয়ে যায়।
ঋষি পুত্র এবং তাঁর স্ত্রী আলিয়ার হাতে থাকা কাজের নিরিখে বলা হলে, দু’জনের হাতেই এখন একাধিক প্রোজেক্ট রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রণলিয়া’ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও রণবীরের হাতে রয়েছে ‘অ্যানিম্যাল’ এবং লাভ রঞ্জনের একটি সিনেমা। অপরদিকে আলিয়াকে দেখা যাবে ‘জি লে জারা’, ‘রকি অউর রানী কি প্রেম কাহিনী’ এবং হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’এ।














