শীতের মরশুম শুরু হতেই গত বছর থেকে বিটাউনে একের পর বিয়ের পিঁড়িতে বসছেন সেলিব্রিটি জুটিতে।সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাট ভিকির বিয়ের সময় থেকেই বিটাউনে শুরু হয়েছে লাভ-বার্ডস রনবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন।
শোনা যাচ্ছে কাপুর পরিবার এবং ভাট পরিবারের এক হওয়া এখন সময়ের অপেক্ষা। উল্লেখ্য গত এক বছরের বেশি সময় ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই! প্রায় ৪ বছরের বেশি সময় ধরে অর্থাৎ ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাদের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে এখন কারও কাছেই অজানা নেই। গত হয়েক বছর ধরে প্রকাশ্যেই দেখা যায় তাদের।
তারপর থেকে একাধিকবার শিরোনামে এসেছে বিয়ের খবর। এসবের মধ্যেই শোনা যাচ্ছে চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে কাপুর ও ভাট পরিবারে ইতিমধ্যেই শুরু হয়েছে, এই হাই প্রোফাইল বিয়ের প্রস্তুতি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর রনবীর আলিয়া দুজনেই বিয়ের জন্যই বেছে নিয়েছেন রাজস্থানের রণথম্বোরকে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, এমনিতেই রণথম্ভোরকে দারুন পছন্দ করেন রণবীর-আলিয়া। তারা দুজনেই নাকি এখানে মাঝেমধ্যেই ছুটি কাটাতে যান। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত উভয়ের তরফেই কোনও সম্মতি মেলেনি। তবে কিছুদিন আগে জানা যায় আপাতত ডেস্টিনেশন ওয়েডিং করার প্ল্যান বাতিল করে দিয়েছেন রালিয়া জুটি।
জানা যাচ্ছে অন্য কোথাও নয় বানিজ্য নগরী মুম্বাইতেই ৭ পাক ঘুরবেন এই জুটি। শোনা যাচ্ছে মুম্বাইতে অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে সারবেন তারা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া ভাটের বাবা মহেশ ভাট এবং রণবীর কাপুরের কাকা রণধীর কাপুরের শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাদের কথা ভেবেই মুম্বাইতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই। জানা যাচ্ছে তাজ ল্যান্ডস এন্ডে সম্পন্ন হতে চলেছে এই প্রোফাইল বিয়ে।