• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের বিয়ে, নাতনির মুখ দেখে যেতে পারেননি, দাদু ঋষি কাপুরের নামেই মেয়ের নাম রাখলেন ‘রণলিয়া’!

Published on:

Ranbir Kapoor Alia Bhatt named their daughter after Rishi Kapoor

চলতি বছরটা এখনও পর্যন্ত কাপুর পরিবারের জন্য কিন্তু বেশ ভালো কাটছে। এই বছরেরই এপ্রিল মাসে সাত পাক ঘুরেছেন ঋষি কাপুর (Rishi Kapoor) এবং নীতু কাপুরের ছেলে তথা অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। বেশ কয়েক বছর ধরে বিয়ের গুঞ্জন শোনা গেলেও চলতি বছরেই দীর্ঘদিনের প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে সাত পাক ঘুরেছেন রণবীর। আবার এই বছরেই বাবা হয়েছেন তিনি। গত ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছে আলিয়া (Alia Bhatt)।

‘রণলিয়া’র মেয়ের জন্মের পরেই শোনা গিয়েছিল, তাঁকে দেখে চোখের জল আটকে রাখতে পারেননি ঠাকুমা নীতু কাপুর। বাবা রণবীরও প্রথমবার মেয়েকে কোলে নিয়ে নাকি অঝোরে কাঁদতে শুরু করেছিলেন। হয়তো যে হাসপাতালে মেয়ের জন্ম হয়েছে, সেই জায়গারও কিছুটা ভূমিকা ছিল এতে।

Bollywood actor Ranbir Kapoor reportedly started crying after holding her daughter for the first time

২০২০ সালের ৩০ এপ্রিল মুম্বইয়ের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। কাপুর পরিবারের জন্য চরম বিপর্যয়ের দিন ছিল সেটি। প্রায় আড়াই বছর পর সেই হাসপাতালেই মেয়ের জন্ম দেন রণবীর ঘরণী আলিয়া। যেখানে পরিবারের একটি অধ্যায় শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে একটি নতুন অধ্যায়।

জন্ম থেকেই তাই দাদু ঋষি কাপুরের সঙ্গে একটি সংযোগ রয়েছে ‘রণলিয়া’র কন্যার। তবে এবার নামের (Ranbir Alia daughter name) মাধ্যমেও দাদুর সঙ্গে জুড়ে যাবে সে। অনেক দিন ধরেই কাপুর পরিবারের ছোট্ট পরীর নাম নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে নেটপাড়ায়। এর মধ্যেই বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দাদু ঋষি কাপুরের সঙ্গে মিলিয়ে নাকি মেয়ের নাম রাখতে চলেছেন রণবীর ও আলিয়া।

Rishi Kapoor Ranbir Kapoor Alia Bhatt

অনেক ইচ্ছা থাকলেও, রণবীর-আলিয়ার বিয়ে দেখে যেতে পারেননি ঋষি কাপুর। বিয়ের সময়ও তাই সব সময় বাবার একটি ছবি পাশে রেখেছিলেন রণবীর। মেয়ের জন্মের জন্যেও ঋষির সঙ্গে জড়ানো হাসপাতালকেই বেছে নিয়েছিল কাপুর পরিবার। এবার শোনা যাচ্ছে, নাতনির নামের সঙ্গেও দাদুকে জুড়ে দিতে চাইছেন তাঁরা।

অবশ্য শুধুমাত্র দাদু ঋষিই নয়, শোনা যাচ্ছে ‘রণলিয়া’র অনুষঙ্গও থাকবে তাঁদের মেয়ের নামে। সব মিলিয়ে মেয়ের নাম খুবই বিশেষ এবং তাৎপর্যবাহী রাখতে চাইছে বি টাউনের এই তারকা জুটি। এবার দেখা যাক, কবে আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম ঘোষণা করেন রণবীর-আলিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥