• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপকথার গল্পের মতো প্রেমকাহিনী, ‘রণলিয়া’র প্রেম যেন স্বপ্ন! রইল আলিয়ার সাধের ছবির অ্যালবাম

Published on:

Ranbir Kapoor Alia Bhatt cute love couples Alia Baby Shower viral on internet

আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরই ‘মা’ ডাক শুনবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। এই মুহূর্তে আলিয়া এবং তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর কাপুর তাঁদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন। সম্প্রতি এলাহি কায়দায় আয়োজিত হয়েছে অভিনেত্রী সাধ ভক্ষণ অনুষ্ঠান (Baby Shower ceremony)।

আলিয়ার সাধের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন তাঁর দুই মা। অর্থাৎ মা সোনি রাজদান এবং তাঁর শাশুড়ি মা নীতু কাপুর। অভিনেত্রীর রাজকীয় সাধ ভক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের কাছের মানুষরা, তাঁদের বন্ধুবান্ধব এবং বলিউডের বেশ কিছু ব্যক্তিত্বরা।

Alia Bhatt baby shower

এবার হবু মা আলিয়া নিজে সেই বর্ণাঢ্য অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। আলিয়ার শেয়ার করা কোনও ছবিতে দেখা যাচ্ছে, স্বামী রণবীরের সঙ্গে পুজোয় বসেছেন তিনি। আবার কোথাও দেখা যাচ্ছে, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি।

Alia Bhatt baby shower

সাধ ভক্ষণ অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে রণবীর ঘরণী লিখেছেন, ‘শুধুই ভালোবাসা’। এলাহি এই অনুষ্ঠানের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন হলুদ রঙের একটি চুড়িদার। সঙ্গে পরেছিলেন মানানসই বেশ কিছু গয়না। অপরদিকে হবু বাবা রণবীর অনুষ্ঠানে পরেছিলেন পিচ রঙের একটি সুন্দর কুর্তা।

Alia Bhatt baby shower

‘রণলিয়া’ জুটির সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একের পর এক কমেন্ট করে দু’জনকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। অনেকে তো এও বলেছেন যে সবকিছু একেবারে যেন স্বপ্নের মতো। কেউ কেউ তো এও বলছেন যে রণবীর-আলিয়ার সন্তান খুবই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী হবে যে সে তাঁদের ঘরে জন্ম নিতে চলেছে।

বি টাউনের এই তারকা জুটির কাজের দিক থেকে বলা হলে, তাঁদের দু’জনকেই শেষ দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’য়। বয়কটের মরসুমেও বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। এই মুহূর্তে ‘রণলিয়া’ তাঁদের সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥