• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের প্লেবয় রণবীর কাপুর, আলিয়ার সাথে বিয়ের আগেই রাসলীলা করেছন ৭ অভিনেত্রীর সাথে

Published on:

Ranbir Kapoor Affairs,Ranbir Kapoor Love Relations,Ranbir Kapoor,Alia Bhatt,Ranbir Alia wedding,Bollywood's Playboy Ranbir,Bollywood Gossip,বলিউড গসিপ,রণবীর কাপুর,আলিয়া ভাট,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,সোনাম কাপুর,Sonam Kapoor,দীপিকা পাডুকোন,Deepika Padukone,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,নার্গিস ফাকরি,Nargis Fakhri,শ্রুতি হাসান,Shruti Hassan,আমিশা পাটেল,Amisha Patel

অবশেষে হতে চলেছে বহু প্রতীক্ষিত রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে (Ranbir Kapooor Alia Bhatt Wedding)। বিগত দুবছর ধরে বিয়ের জল্পনায় জল ঢেলে আসলেও এবার শেষমেশ সত্যি সত্যিই গাঙ্গুবাঈ অভিনেত্রীর সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর। চরমে রয়েছে দুজনের বিয়ের প্রস্তুতি।

Ranbir Kapoor Alia Bhatt

রণবীর কাপুর শুধুমাত্র বলিউডের একজন ভালো অভিনেতা হিসাবেই নয় বরং নিজের প্রেমলীলার জন্যও বিখ্যাত। অভিনেতাকে বলিউডের প্লে বয় বলেন অনেকেই। বর্তমানে আলিয়া ভাটের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চললেও রণবীর কাপুরের প্রেমিকার তালিকা কিন্তু বেশ লম্বা। আজ বংট্রেন্ডের পর্দায় আপনাদের রণবীর কাপুরের প্রেমিকাদের সম্পর্কে জানাব।

Ranbir Kapoor Priyanka Chopra

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : দেশিগার্ল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। তাদের দেখে অনেকেই পারফেক্ট কাপল বলেও মনে করতেন অনেকেই। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

সোনাম কাপুর (Sonam Kapoor) : বিখ্যাত অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর। নিজের প্রথম ছবি সাওয়ারিয়া ছবিতে সোনাম কাপুরের সাথে অভিনয় করেছিলেন রণবীর। সেই সময়ই নাকি সোনামের সাথে সপর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। এমনটাই গুজব রটে গিয়েছিল বি টাউনে।

Ranbir Kapoor Affairs,Ranbir Kapoor Love Relations,Ranbir Kapoor,Alia Bhatt,Ranbir Alia wedding,Bollywood's Playboy Ranbir,Bollywood Gossip,বলিউড গসিপ,রণবীর কাপুর,আলিয়া ভাট,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,সোনাম কাপুর,Sonam Kapoor,দীপিকা পাডুকোন,Deepika Padukone,ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,নার্গিস ফাকরি,Nargis Fakhri,শ্রুতি হাসান,Shruti Hassan,আমিশা পাটেল,Amisha Patel

দীপিকা পাডুকোন (Deepika Padukone) : বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাডুকোন। অভিনেত্রী একসময় রণবীর কাপুরের সাথে বেশ ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে ছিলেন। বিটাউনে দুজনের সম্পর্ক নিয়ে বেশ চর্চা ছিল। পাশাপাশি সংবাদ মাধ্যমেও তাদের নিয়ে বেশ লেখালিখি হয়েছিল। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বিটাউনের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী বর্তমানে ভিকি কৌশলকে বিয়ে করেছেন। তবে এর আগে একসময় রণবীর কাপুরের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুজনের সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।

Katrina Kaif Ranbir Kapoor

নার্গিস ফাকরি (Nargis Fakhri) : রণবীর কাপুরের বিখ্যাত ছবি রকস্টার। ছবিতে রণবীরের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নার্গিস ফাকরি। ছবির শুটিংয়ের সময়েই দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা নজর কেড়েছিল সকলের। কিন্তু দুজনের মাঝে কোনো এক তৃতীয় ব্যাক্তির প্রবেশের কারণে সেই সম্পর্ক ভেঙে যায়।

শ্রুতি হাসান (Shruti Hassan) : মূলত দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান।  তবে বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী। একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সময় দুজনের প্রথম দেখা হয়। এরপর বন্ধুত্ব থেকে শুরু করে সম্পর্ক এগোতে থাকে। সোশ্যাল মিডিয়াতে দুজনের সম্পর্ক নিয়ে বেশ চর্চাও শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু সম্পর্ক নিয়ে প্রশ্ন এড়িয়ে যেতেন দুজনেই।

Ranbir Kapoor Shruti Hassan

আমিশা পাটেল (Amisha Patel) : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা পাটেল। কাহোনা প্যায় হ্যায় ছবিতে তার অভিনয় আজ মনে রয়েছে দর্শকদের। একসময় অভিনেত্রীর সাথে রণবীর কাপুরের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিটাউনে। ক্যাটরিনা কাইফের সাথে ব্রেকআপের পরেই নাকি আমিশার সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন অভিনেতা। তবে এটা কেবল গুজব হিসাবেই রয়ে গিয়েছে কারণ সেভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥