বলিউডের ইতিহাসের চর্চিত সিনেমাগুলির মধ্যে একটি হল রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এরপর থেকে বক্স অফিসে চলছে শুধুমাত্র অয়ন মুখার্জি (Ayan Mukerji) পরিচালিত সিনেমার রাজত্ব। অয়নের ‘অস্ত্রভার্স’এর গল্প দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। তবে জানিয়ে রাখি, শীঘ্রই আসতে চলেছে ছবির সিক্যুয়েল (Sequel)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ।
‘ব্রহ্মাস্ত্র’ এমন একটি সিনেমা যেটি তৈরির ভাবনা থেকে রিলিজ হওয়া পর্যন্ত প্রায় এক দশক সময় লেগেছে। ঘোষণা হওয়ার পর থেকে প্রায় ৫ বছর অপেক্ষা করার পর রিলিজ হয়েছে এই সিনেমা। তবে পরিচালক এবং ‘ব্রহ্মাস্ত্র’র শিবা অর্থাৎ অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) এবার সাফ জানিয়ে দিয়েছেন, ট্রিলজির বাকি দুই ছবির জন্য একেবারেই এতটা সময় অপেক্ষা করতে হবে না। বরং ইতিমধ্যেই একসঙ্গে দুই ছবিরই কাজ শুরু হয়ে গিয়েছে।
যে সকল দর্শকরা এখনও পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’ দেখেছেন, তাঁরা জেনে গিয়েছেন, ছবির সিক্যুয়েলে ‘দেব’এর কাহিনী দেখানো। কারণ ট্রিলজির প্রথম ছবিতেই দেব এবং অমৃতা নামের দুই চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচিত করে দেওয়া হয়েছে। এবার এই দুই চরিত্রের কাস্টিং নিয়ে একাধিক তথ্য সামনে আসছে।
দর্শকদের একাংশের দৃঢ় বিশ্বাস, এই দুই চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। আবার অনেকের মতে, দেবের চরিত্রে দেখা যাবে বলি সুপারস্টার ঋত্বিক রোশনকে। সব মিলিয়ে দেব এবং অমৃতাকে ঘিরে দর্শকদের চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। তবে কাস্টিং যাই হোক না কেন, সম্প্রতি ছবির সিক্যুয়েল নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন রণবীর এবং অয়ন।
সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র ২’ এবং ‘ব্রহ্মাস্ত্র ৩’ নিয়ে কথা বলার সময় রণবীর বলেন, ‘অস্ত্রভার্স নিয়ে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। প্রত্যেকটি অস্ত্রের ইতিহাস এবং দুনিয়া নিয়ে প্রচুর সিনেমা তৈরি করা যেতে পারে। আমাদের পরিকল্পনা হল পার্ট ২ এবং পার্ট ৩ একসঙ্গে শ্যুট করা। কারণ আমরা চাই ছবি তৈরিতে দেরি না হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা তা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি’।
একই সুর শোনা গিয়েছে পরিচালক অয়নের গলাতেও। ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক এই প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ, বাকি দুই ছবি একসঙ্গে শ্যুট করার পরিকল্পনা রয়েছে এবং সত্যিই এই বিষয়ে অগুণতি সম্ভাবনা রয়েছে’। শুধু এটুকুই নয়, পরিচালক এও ইঙ্গিত দিয়েছেন যে, দর্শকরা আশা করার আগেই হয়তো ‘ব্রহ্মাস্ত্র ৩’ রিলিজ হয়ে যাবে।