বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা নায়কদের মধ্যে একজন যশ দাসগুপ্ত (Yash Dasgupta)। অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে টলিপাড়ার কাপলদের মধ্যে বেশ জনপ্রিয় যশ-নুসরত জুটি। তবে এবার যশের বিরুদ্ধেই একপ্রকার ক্ষোভ উগরে দিলেন টলিউডের প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। কিন্তু কেন? হটাৎ কি এমন হল? সেটাই আপনাদের সামনে তুলে ধরব।
আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে টুইট করে যশ জানিয়েছেন একটি ছবি থেকে সরে দাঁড়ানোর কথা। ‘চিনেবাদাম’ (Chinebadam) নামক ছবিতে অভিনয়েরকথা ছিল যশের। শুটিংও হয়ে গেছে পোস্ট প্রোডাকশনের কাজও মিটে গেছে, আর কদিন প্রিয় ছবি রিলিজ। কিন্তু এবার সেই ছবি থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আর এই ঘোষণার পর থেকেই নেটপাড়ায় রীতিমত ঝড় উঠেছে কটাক্ষের।
আগামী ১০ই জুন মুক্তি পেতে চলেছে ‘চীনাবাদাম’ ছবিটি। কিন্তু ছবি রিলিজের দিন চারেক আগে এমনভাবে ছবির চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণায় অবাক হয়ে গিয়েছেন অনেকেই। রবিবার সকাল সকাল যশ টুইটে লেখেন, ‘ কর্মক্ষত্রে প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সাথে মতবিরোধের কারণে আমি ‘চিনেবাদাম’ ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি আর কোনোভাবেই এই ছবির সাথে জড়িত থাকতে চাই না’।
তবে এখানেই শেষ করেননি তিনি, এরপর তিনি আরও বলেন, ‘আমি আমার মনপ্রাণ দিয়েই শুটিং ও শুটিং পরবর্তী কাজ করেছি। আর চাইবো না সেই খাটনিটা নষ্ট হোক। ছবির নির্মাতা দেড় জন্য অল দ্য বেস্ট’। আর শেষে যশ যোগ করেন, ‘যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে অবশ্যই আমি আমার এই সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে আনব’।
— Yash Daasguptaa (@Yash_Dasgupta) June 5, 2022
যশের এই টুইটের পরেই পরিচালক রানা সরকার এনা সাহা (Ena Saha) ও জারেক এন্টারটেনমেন্টকে ট্যাগ করে লেখেন, ‘টাকা পেয়ে গেছি আর কি চাই, এবার প্রোডিউসার মরুক’। এই কথার পাশাপাশি তিনি জানান, ওদের নিয়ে হলেও ছবি মুক্তি পেত, ওদের ছাড়াও হলেও মুক্তি পাবে। আর এনা সাহাকে সমস্ত রকম সাহায্যের জন্যও আশ্বাস দেন পরিচালক।
এদিকে ‘চিনেবাদাম’ ছবির পরিচালক শিলাদিত্য মৌলিকও নিজের মন্তব্য জানিয়েছেন। তার মতে আজকের দিনে দাঁড়িয়েও তিনি চান যে শ্যাম্পু করা চুল উড়বে পিছন থেকে ধোয়া উড়বে! কিন্তু এসব তো পরিচালক চান না, এটা অভিনেতার আগে থেকেই জানা। এমনকি কালো ছেলে কেন তাঁর সীনে নাচবে সেটা নিয়েও যদি আপত্তি থাকে তাহলে আর কিছু বলার নেই।
টাকা পেয়ে গেছি আর কি চাই, এবার প্রোডিউসার মরুক… @SahaEna I am with u, pls tell me if u need any help @jarek_ent ওদের নিয়ে রিলিজ করলে যা হতো ওদের ছাড়া রিলিজ করলেও একই হবে ???? https://t.co/5VTl6wnAmh
— Rana Sarkar (@RanaSarkar) June 5, 2022
প্রসঙ্গত, রানা সরকারের মতে, যাদের নিয়ে মাতামাতি করা হয় তারা অভিনয়টাই জানেন না। ছবি দেখতে দর্শক আসে না, তবুও তাদের বাহানা সহ্য করতে হয় প্রযোজকদের। আমি নিজে একবার যশকে ছবিতে নেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু পারিশ্রমিক শুনে মনে হয়েছিল যতটা অভিনয় জানেন তার থেকে এবিসি দর হাকাচ্ছেন তিনি।