• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেব-প্রসেনজিৎরাই টলিউডের ভরসা! জিতের ‘চেঙ্গিজ’ হিট ঘোষণার পরই বিস্ফোরক রাণা সরকার

Updated on:

Rana Sarkar praises Prosenjit Chatterjee and Dev on Facebook, Jeet fans are not happy

টলিউডের নামী প্রযোজক রানা সরকারকে (Rana Sarkar) নিয়ে চর্চা-আলোচনা চলতেই থাকে। মাঝেমধ্যেই নিজের নানান মন্তব্যের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি যেমন দেব (Dev) এবং প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) নিয়ে করা তাঁর একটি ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকের মতে, এই পোস্টের মাধ্যমে তিনি আসলে নিশানা করছেন টলি অভিনেতা জিৎকে (Jeet)।

প্রসেনজিৎ, জিৎ নাকি দেব- টলিউডের সেরা অভিনেতা কে তা নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। কারোর ভোট থাকে বুম্বাদার দিকে, কারোর থাকে জিতের দিকে, কারোর আবার পছন্দ দেব। মাঝেমধ্যেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্কবিতর্কেও জড়িয়ে পড়েন তিন তারকার অনুরাগীরা। তবে এবার যেন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে সেই বিতর্ককেই আরও একটু উস্কে দিলেন রানা।

Rana Sarkar, Rana Sarkar on Prosenjit Chatterjee and Dev

রানা মনে হয় নিজেও জানতেন তাঁর এই পোস্ট দেখে বিতর্ক তৈরি হতে পারে। সেই জন্য আগে থেকেই তিনি পোস্টের নীচে লিখে দিয়েছিলেন, ‘যাঁরা খিস্তি করবেন তাঁরা বানান ঠিক করে লিখুন। প্রয়জনে গুগলের সাহায্য নিন’। এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন লিখেছেন তিনি যে কারণে এত বিতর্ক হচ্ছে?

সম্প্রতি রানা ফেসবুকে লেখেন, ‘জুবিলি দেখার পর বুম্বাদার অভিনয়ের প্রেমে পড়ে গেছি, মনে হচ্ছে পুরনো অভিযোগগুলো আর মনে রেখে লাভ নেই। বুম্বাদা ঠিক ডিরেক্টরের হাতে পড়লে আরও দোষ বছর বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিতে পারবে। আপাতত সৃজিতের দশম অবতার-এর জন্য অপেক্ষা করব। ওটা একটা আশার জায়গা। দেব আর বুম্বাদাই এখন টলিউডের ভরসা। যাঁরা খিস্তি করবেন বানান ঠিক করে লিখুন, প্রয়জনে গুগলের সাহায্য নিন’।

Rana Sarkar, Rana Sarkar on Prosenjit Chatterjee and Dev, Rana Sarkar Faceboook post

রানার মুখে প্রসেনজিতের প্রশংসা দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। কারণে অতীতে একাধিকবার বুম্বাদাকে নিশানা করেছিলেন তিনি। পাশাপাশি দেব-প্রসেনজিৎ অভিনীত ‘কাছের মানুষ’ রিলিজের পরেও সেই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কটাক্ষ করেছিলেন এই প্রযোজক। তাই তাঁর মুখে এই দুই অভিনেতার তারিফ শুনে স্বভাবতই অনেকেই অবাক হয়েছেন।

পাশাপাশি রানার ‘দেব-বুম্বাদা টলিউডের ভরসা’ পোস্ট দেখার পর ফের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘এতদিন সরাসরি চেঙ্গিজের নিন্দে করতেন। এবার দেব-প্রসেনজিৎ, এতদিন ধরে যাদের গালমন্দ করতেন তাঁদের প্রশংসা করে জিৎকে ছোট করার চেষ্টা করছেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥